অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:
আমি ভালোবাসতে জানি, নিজেকে ফুরিয়ে প্রেমকে অলংকৃত করতে পারি !
এই আমার বুকেতে আগুন, সারা পৃথিবীতে দাবানল জ্বালানীর অভাব!
বুক ধিক ধিক করে শত চেষ্টায়
নিভু আঁচে প্রেমের রসদ জমাই এটাই আমার স্বভাব !
ভিসুভিয়াসের গন্ডি ছাড়িয়ে আজ আগ্নেয়গিরি ফেটে পড়ছে,
জ্বলে উঠতে পারছি না শুধু তুমি বলছো না বলে.....
Post A Comment:
0 comments so far,add yours