রমা চক্রবর্তী, শিক্ষিকা, আবৃত্তিকার ও ফিচার রাইটার, দুর্গাপুর:
 
তফাৎটা বোধ হয় থেকেই যাবে----- তখন-এখন, আমরা-ওরা,
বেশি-কম, উঁচু-নীচু, বড়-
ছোটো|
এই পৃথিবীর সবকিছুতেই তফাৎটা রয়ে যাবে,কারন-পৃথিবীটা তো ভাগের পৃথিবী, ভোগ দখলের পৃথিবী,পাওয়া-না পাওয়ার পৃথিবী|
কেউ ভোরের সূর্য দেখে সুন্দর জানালার কাঁচের ওপার থেকে....
আবার কেউ সূর্য দেখে ছেঁড়া-ফাটা মাদুরের আড়াল করা দেওয়ালের ফাঁক দিয়ে|
কারও খাবার টেবিলে Breakfast, Lunch, Dinner এ সাজানো ভিন দেশের খাবার
তাও আবার নষ্ট হয় কত........
আর কারও পেটে শুধুই আগুন জ্বলে দু-মুঠো খাবার পাবার আশায়,
হয়তো আস্তাকুঁড়েই হোক,নয়তো ভিক্ষের, দানের হয়তো......
কারও মা-বাবা Work From Home এ ব্যস্ত,কাজের মাসি স্নান করিয়ে দেয়,খাইয়ে দেয়,ঘুম পাড়িয়ে দেয়......
আবার কারও মায়ের পিছু পিছু বসে থাকা লোকের এঁটো বাসনের স্তূপের পাশে,তবু মায়ের স্নেহের খামতি নেই,তার মুখে লেগে আছে শুধুই অনাবিল হাসি.......
কারও পোষাকের ভারে আলমারি ঝুঁকে পরে
আবার কারও ছেঁড়া কাপড়ে মাথায় ঘোমটা টানে|
কারও ইংরেজী স্কুলের Dress , Book, Report Card এ সব ব্যাপারই আলাদা.......
আবার কারও শুধু জোটে পেটের ক্ষুধা নিবারনে কয়লা খাদান, ইঁট ভাটা, গ্যারেজ, হোটেলের কাজের আদব-কায়দা.....
LockDown এ কেউ এল Special বিমান, Special Train এ সরকারি খাতির যত্নে.....
আর ওরা শুধু হেঁটেই পার হল হাজার হাজার মাইল|
কবির কথায় -"ওরা কাজ করে"/ওরা "কুলিমজুর".....
এখানেও তফাৎ.........
পরিযায়ী শ্রমিক শুধু অন্য রাজ্য থেকে ফেরৎ এল,
কিন্তু কেউ এখান থেকে অন্য রাজ্যে ফেরৎ গেল না|
শুধু তফাৎ নেই একটাই.....তখনও যা ছিল,এখনও তাই.....
১৯৪৭ এও ছিল
২০২০ তেও তাই হল.......
ওরা শুধু হেঁটেই গেল......
ওপার থেকে এপার....... 
শুধুই হেঁটে চলে......

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours