ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:

বর্তামান  দুর্গাপুর সহ বিস্তির্ন  এলাকা  সাত'শ বছর  গোপরাজাদের  অধীন  ছিল! এটা  এই  ধারাবাহিক  লেখার  শুরুতেই  উল্লেখ  করা  হয়েছে! গোপেদের  রাজত্বকালে  এই  জনপদের  নাম  ছিল  ' গোপভূম '!পাল রাজত্বের  পূর্বে  বর্তমান  বীরভূম  থেকে  মেদিনীপুর  হুগলীর  সীমান্ত থেকে  ঝাড়খন্ডের  গিরিডী  পর্য্যন্ত  বিস্তির্ন  জনপদের  নাম  ছিল  ' রাঢ়ভূম ' ! রাঢ়ের  রাজধানীর  নাম ছিল ' রাঢ়াপুরী ' রাঢ়ের  রাজারা  সম্ভবতঃ  দাক্ষিনাত্যের  চোল জাতিগোষ্ঠীর! বহু  ঐতিহাসিকের  অভিমত  অতীতের  রাঢ়পুরীই  বর্তমান  ' আড়া ' গ্রাম!
         ২ নং  জাতীয়  সড়ক  থেকে ৩ কিঃমিঃ  উত্তরে  এবং গ্রাম! বৈষ্নব কবি  জয়দেবের  স্মৃতি  বিজড়িত  ' জয়দেব-কেঁদুলী ' থেকে  ১৮  কিঃমিঃ  দক্ষিনে  আড়া ( আড়রা) গ্রাম!  গ্রামটি  বর্ধিষ্নু  এবং  হিন্দু  জনগোষ্ঠীর  প্রায়  সব  জাতির  বাস  আছে! গ্রামে  ছড়িয়ে  আছে  বহু  প্রত্নতাত্বিক  নিদর্শন! (চলবে)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours