শ্বেতা ঘোষ, ফিচার রাইটার, নৈহাটি, উ: ২৪ পরগনা:

ডিএভি মডেল স্কুল, দুর্গাপুরের পক্ষ থেকে অসহায়, দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ।
করোনার কারণে সারা দেশ জুড়ে লকডাউন ঘোষিত হয়েছে ৩রা মে পর্যন্ত। ফলে অসংখ্য সাধারণ মানুষ পড়েছেন মহা সমস্যায়। দিন আনা দিন খাওয়া লোকগুলির পাশে এসে দাঁড়াল পশ্চিমবঙ্গ প্রাদেশিক আর্য মহাসভা। এই মহাসভার পশ্চিমবঙ্গের প্রধান পদাধিকারী পাপিয়া মুখোপাধ্যায়ের নির্দেশে ডিএভি মডেল স্কুল, দুর্গাপুর এই অসহায় দুঃস্থ পরিবার গুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। 
দুর্গাপুর মহকুমার অন্তর্গত লাউদোহা গ্রামের অত্যন্ত অসহায় ও নিরুপায় এইরূপ পঞ্চাশটি পরিবারকে স্কুলের তরফ থেকে চাল, ডাল, সয়াবিন, আলু, তেল, সাবান ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। এই কাজে উপস্থিত ছিলেন ডিএভির আঞ্চলিক প্রতিনিধি, স্কুলের কিছু শিক্ষক ও অশিক্ষক কর্মচারী। স্কুলের অধ্যক্ষা এবং সহ আঞ্চলিক নির্দেশিকা (ডিএভি, পশ্চিমবঙ্গ শাখা) পাপিয়াদেবী জানান, যখনই সমাজে কোনো বিপদ উপস্থিত হয় তখনই এই সংস্থা তৎপর হয়ে ওঠে এবং প্রয়োজনমত সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এর আগেও নানা সমস্যায় ডিএভি সংস্থা এগিয়ে এসেছে। তিনি আশ্বাস দিয়েছেন যে দেশের এই সংকট কালে ডিএভি পরিবার সর্বদাই এইরূপ অসহায় মানুষের পাশে এসে দাঁড়াবে। প্রয়োজন মত এই কাজ তাঁরা সর্বদাই করে যাবেন।

Share To:

THE OFFNEWS

Post A Comment: