বৈশ্বিক করোনার প্রভাবে পৃথিবীর অন্যান্য এলাকার মতো দুর্গাপুরের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। দুস্থ প্রান্তিক বাসিন্দারা তো পড়েছেন মহা ফাঁপরে। এমতাবস্থায় মুসকিল আসান হিসেবে নীরবে সমাজসেবা করে চলেছেন দুর্গাপুর প্যারা মেডিক্যাল কলেজ ও রূপগঞ্জ শ্রীকৃষ্ণ সেবাশ্রমের কর্ণধার কৃষ্ণকান্ত ভট্টাচার্য।
প্রশাসনের অনুমতিক্রমে ও করোনা রোধের নিয়ম মেনেই তিনি এগিয়ে এসেছেন শিল্পাঞ্চলের গ্রামীণ দুস্থ মানুষদের পাশে। এরই মধ্যে তিনি রূপগঞ্জ মলানদীঘি গোপালপুর গোপালমাঠ বামুনাড়া কুলডিহা আড়াইদহ রণডিহা আইটিআই বস্তি সহ বিভিন্ন আদিবাসী এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অসহায় মানুষদের হাতে তুলে দিয়েছেন একান্তে। তিনি জানান, এই সমাজ তাঁকে আশ্রয় দিয়েছে তাই এই আশ্রয় ভূমির মানুষের পাশে থাকছি নৈতিক ভাবে।
Post A Comment: