মহঃ মকসুদ আলম, সাংবাদিক, বীরভূম:

"মানবতার পথ"-  মানববন্ধনের অপর নাম।  মানবতার পথে যারা এগিয়ে এসেছে। তাঁদের মধ্যে ছাত্র সমাজ চিরদিনই অগ্রণী। এই ছাত্র সমাজের সন্ধান পাওয়া গেল  নলহাটি থানার নলহাটি ২ ব্লকের ভদ্রপুর পঞ্চায়েতের অধীন নগর গ্রামে। এই গ্রামের গুটিকয়েক ছাত্র লক ডাউনের সময়ে মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার কাজে ব্রতী। এঁদের মধ্যে কেউ এসএসকেএম হসপিটালে ডাক্তারি পড়ছে কেউবা ইঞ্জিনিয়ারিং পাঠক্রমে নিয়োজিত ছাত্র।লকডাউন এর জেরে বাড়ি ফিরে নিজের এলাকায় দেখে দুঃস্থ মানুষের কষ্ট। তারপর থেকে তারা নিজেরা একটি গ্রুপ তৈরি করে। যার নাম দেয় মানবতার পথ। এই গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য হলেন এমবিবিএস পাঠরত ছাত্র আক্তারুল ইসলাম ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছাত্র  নূর হাবিব মোল্লা,মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, কলেজ পড়ুয়া নুর ইসলাম এবং সিভিল ইঞ্জিনিয়ার জসিম আহমেদ প্রমুখ। এই ছাত্ররা প্রত্যেককেই বলেন, আমরা নিজেরাই চাঁদা তুলে একটা তহবিল গড়ে তুলি। যার মাধ্যমে এলাকার প্রায় দেড়শো জন মানুষকে চাল, আলু, সোয়াবিন, তেল, ডাল, লবণ, বিস্কুট ইত্যাদি সরবরাহ করি। আমরা এলাকার মানুষজনকে জোড়হাত করে বলি, আপনারা হাট-বাজার ডাক্তারি ওষুধ পত্র, যেকোনো কাজের জন্য আমাদের বলুন। আমরা আপনাদের পাশে আছি। শুধু সরকারি নিয়ম মেনে আপনারা বাইরে বেরোবেন না। ঘরের মধ্যে নিরাপদে থাকুন। স্যানিটাইজার ব্যবহার করুন। মুখে মাস্ক ব্যবহার করুন।
কেন এই প্রচেষ্টা জিজ্ঞাসা করতেই আক্তারুল ইসলামেরা  বলেন,  আমাদের এলাকায় গরিব মানুষের বাস। তাদের খুব অভাব। ১৪ তারিখের পর পুনরায় লকডাউন ঘোষিত হওয়ায় প্রত্যেকের পিঠ দেয়ালে ঠেকে গেছে।  এ অবস্থায় আমাদের মনে হলো, আমরা সমাজের জন্য কিছু করতে পারি। সুকুমার দাস, রবি তাঁতি, মিনতি মাল ও মাসি মাসিয়া বেওয়ারা জানান, এই অভাবের সময়  আমরা যেভাবে এই ছাত্র সমাজের কাছ থেকে সাহায্য পাচ্ছি, তাতে আমরা আপ্লুত। আমরা উপরওয়ালার কাছে প্রার্থনা বা দোয়া চাইছি, এদের ভালো হোক।

Share To:

THE OFFNEWS

Post A Comment: