দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:
একদিকে লকডাউনের জেরে স্কুল বন্ধ।পড়ুয়াদের পড়া শিকেয় উঠেছে। অন্যদিকে, সিলেবাসের চাপ! সেই অসুবিধা দূর করতে ছাত্রছাত্রীদের জন্য লোকাল কেবলের মাধ্যমে দূর সঞ্চার শিক্ষা শুরু হবে চলতি মাসের বুধবার থেকেই। সোমাবার বোলপুর থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বোলপুর উচ্চবিদ্যালয় থেকে জেলার সেরা শিক্ষক, হেড এক্সামিনাররা একটি ও দুটি করে দৈনিক ক্লাস নেবেন। চারটি হোয়াটস আপ নাম্বার ও ফোন নাম্বার দেওয়া হবে। যার মাধ্যমে প্রশ্ন করা যাবে। বিষয়ভিত্তিক আলোচনার পর, হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্ন নিয়ে আধ ঘন্টার প্রশ্নোত্তর পর্ব চলবে। গোটা বীরভূম জেলা জুড়ে চলবে এই সম্প্রচার, বলে জানান বোলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রীয় সাধু।
তিনি বলেন, এক্ষেত্রে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। আমাদের এই প্রচেষ্টা সফল করতে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির চেয়ারপার্সন প্রলয় নায়েক জানান, লোকাল চ্যানেলে সঞ্চারের পাশাপাশি, ইউ টিউবে সেগুলো আপলোড করা হবে। যা পরবর্তী সময়ে মানুষ দেখতে পাবে। এছাড়াও, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে লাইভ হবে, পশ্চিম বঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই পাঠদান আপলোড করা হবে। প্রথম ধাপে শুরু হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে। চলতি মাসের বুধবারে শুরু হচ্ছে এই ই পাঠদান পর্ব। পুরো বোর্ড ওয়ার্কের মাধ্যমে। চলবে যতদিন লকডাউন চলবে। পরবর্তীতে ১৫-২০দিন পর প্রাথমিক স্তরেও একইভাবে পাঠদান শুরু হবে। প্রতিটি ব্লকের কোথাও দেড় হাজার বস্তা, কোন ব্লকে বারোশো বস্তা বা অঞ্চল ভিত্তিক দেড়শো বস্তা চাল, ডাল দেওয়া হবে। আদিবাসী পাড়াতে অতিরিক্ত নুন, তেল দেওয়া হবে। এর ফলে বুথ অনুযায়ী কোন অঞ্চল না খেয়ে মরবে না। চলতি মাসের ২১ তারিখ সিউড়ি ও রামপুরহাট মহকুমায় দেওয়া হবে এবং এই মাসের ২৩ তারিখ বোলপুর, মঙ্গলকোট, কেতু গ্রাম, আউশগ্রামে একইভাবে ত্রাণ সরবরাহ করা হবে। পাশাপাশি, বর্ধমান ও মুর্শিদাবাদে করোনা ধরা পড়েছে। তাই বীরভূম বর্ডার অর্থাৎ নানুর, মুরারই, নলহাটি-২ আন্তঃজেলা সীমান্ত সীল করে দেওয়া হবে। গোটা বীরভূম ও বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম ও আউশগ্রাম মিলিয়ে ৩৫ হাজার বস্তা চাল, ৭২ টন ডাল সরবরাহ করা হবে।
একদিকে লকডাউনের জেরে স্কুল বন্ধ।পড়ুয়াদের পড়া শিকেয় উঠেছে। অন্যদিকে, সিলেবাসের চাপ! সেই অসুবিধা দূর করতে ছাত্রছাত্রীদের জন্য লোকাল কেবলের মাধ্যমে দূর সঞ্চার শিক্ষা শুরু হবে চলতি মাসের বুধবার থেকেই। সোমাবার বোলপুর থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বোলপুর উচ্চবিদ্যালয় থেকে জেলার সেরা শিক্ষক, হেড এক্সামিনাররা একটি ও দুটি করে দৈনিক ক্লাস নেবেন। চারটি হোয়াটস আপ নাম্বার ও ফোন নাম্বার দেওয়া হবে। যার মাধ্যমে প্রশ্ন করা যাবে। বিষয়ভিত্তিক আলোচনার পর, হোয়াটসঅ্যাপে পাঠানো প্রশ্ন নিয়ে আধ ঘন্টার প্রশ্নোত্তর পর্ব চলবে। গোটা বীরভূম জেলা জুড়ে চলবে এই সম্প্রচার, বলে জানান বোলপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রীয় সাধু।
তিনি বলেন, এক্ষেত্রে অভিভাবকদের এগিয়ে আসতে হবে। আমাদের এই প্রচেষ্টা সফল করতে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির চেয়ারপার্সন প্রলয় নায়েক জানান, লোকাল চ্যানেলে সঞ্চারের পাশাপাশি, ইউ টিউবে সেগুলো আপলোড করা হবে। যা পরবর্তী সময়ে মানুষ দেখতে পাবে। এছাড়াও, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে লাইভ হবে, পশ্চিম বঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই পাঠদান আপলোড করা হবে। প্রথম ধাপে শুরু হচ্ছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে। চলতি মাসের বুধবারে শুরু হচ্ছে এই ই পাঠদান পর্ব। পুরো বোর্ড ওয়ার্কের মাধ্যমে। চলবে যতদিন লকডাউন চলবে। পরবর্তীতে ১৫-২০দিন পর প্রাথমিক স্তরেও একইভাবে পাঠদান শুরু হবে। প্রতিটি ব্লকের কোথাও দেড় হাজার বস্তা, কোন ব্লকে বারোশো বস্তা বা অঞ্চল ভিত্তিক দেড়শো বস্তা চাল, ডাল দেওয়া হবে। আদিবাসী পাড়াতে অতিরিক্ত নুন, তেল দেওয়া হবে। এর ফলে বুথ অনুযায়ী কোন অঞ্চল না খেয়ে মরবে না। চলতি মাসের ২১ তারিখ সিউড়ি ও রামপুরহাট মহকুমায় দেওয়া হবে এবং এই মাসের ২৩ তারিখ বোলপুর, মঙ্গলকোট, কেতু গ্রাম, আউশগ্রামে একইভাবে ত্রাণ সরবরাহ করা হবে। পাশাপাশি, বর্ধমান ও মুর্শিদাবাদে করোনা ধরা পড়েছে। তাই বীরভূম বর্ডার অর্থাৎ নানুর, মুরারই, নলহাটি-২ আন্তঃজেলা সীমান্ত সীল করে দেওয়া হবে। গোটা বীরভূম ও বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম ও আউশগ্রাম মিলিয়ে ৩৫ হাজার বস্তা চাল, ৭২ টন ডাল সরবরাহ করা হবে।
Post A Comment: