অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:


অবশেষে তুমি এলে কোনো এক ভরা সন্ধ্যায়,
শৈশব রা এতদিন যে খেলায় মেতেছিলো আজ তারা নিঃস্ব!
ফালসাবন, কিংবা পদ্মানদীর পাড় ধরে এগিয়ে যাওয়া বাল্যকাল কিছুই নেই,
শুধু সিঁদুরে মেঘ ছাড়া..।
যতদূরে যাই, ফিরে আসি  তোমার খুব কাছাকাছি, ঘ্রান নিতে নিতে!
ঠিক যেমনটি রেখেছো তুমি আমাকে, কোরানের মিষ্টি বুলি যা মন কে দুদণ্ড শান্তি দেয়!

Share To:

THE OFFNEWS

Post A Comment: