ইন্দ্রাণী সেন, সাংবাদিক, বাঁকুড়া:
করোনা সচেতনতায় এবার গান গেয়ে ভাইরাল হলেন বাঁকুড়ার এক পুলিশ আধিকারিক। বাঁকুড়ার কোতুলপুর সি.আই অজয় কুমার সিংহ পেশায় পুলিশ হলেও নেশা গান। ইতিমধ্যেই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পীদের কন্ঠে জনপ্রিয় হয়েছে ওনার গান। এবার কলমধরার কারনটা একেবারে অন্য বলে জানিয়েছে ঐ আধিকারিক। একমাসের বেশী লকভাউনে মানুষ তাঁর মধ্যেই অনেক মানুষ বাইরে বেরিয়ে লকভাউন ভঙ্গ করেছে বলে অভিযোগ। সেই সমস্ত মানুষদের বাগে আনতেই এই গানকে সঙ্গী করেছে সংশ্লিষ্ট থানা গুলি। ফল মিলছেও হাতে নাতে।
সরকারী নির্দেশ অনুসারে ভাগকরা অঞ্চলে কমবেশি পুলিশ কর্মীরা নিজেদের দায়িত্ব সামলানোর পাশাপাশি গান করেও সচেতন করছে সাধারণ মানুষকে। অজয় বাবুর কথায়," এখনো পর্যন্ত করোনা নিয়ে তিনটি গান লিখে সুর করে গেয়েছি। একটি আধুনিক, একটি বাউল আর একটা প্রার্থনা সংগীত। এই কঠিন পরিস্থিতিতে গানটা আমাদের সহকর্মীদের মনোবল চাঙ্গা রাখতেও বেশ ভালো কাজ করছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মী। সারাদিনকঠিন কর্মব্যস্ততার মাঝে একমুঠো তাজা নিঃশ্বাসের যোগান দিচ্ছে বলে দাবী করেছেন স্থানীয়রা।
করোনা সচেতনতায় এবার গান গেয়ে ভাইরাল হলেন বাঁকুড়ার এক পুলিশ আধিকারিক। বাঁকুড়ার কোতুলপুর সি.আই অজয় কুমার সিংহ পেশায় পুলিশ হলেও নেশা গান। ইতিমধ্যেই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পীদের কন্ঠে জনপ্রিয় হয়েছে ওনার গান। এবার কলমধরার কারনটা একেবারে অন্য বলে জানিয়েছে ঐ আধিকারিক। একমাসের বেশী লকভাউনে মানুষ তাঁর মধ্যেই অনেক মানুষ বাইরে বেরিয়ে লকভাউন ভঙ্গ করেছে বলে অভিযোগ। সেই সমস্ত মানুষদের বাগে আনতেই এই গানকে সঙ্গী করেছে সংশ্লিষ্ট থানা গুলি। ফল মিলছেও হাতে নাতে।
সরকারী নির্দেশ অনুসারে ভাগকরা অঞ্চলে কমবেশি পুলিশ কর্মীরা নিজেদের দায়িত্ব সামলানোর পাশাপাশি গান করেও সচেতন করছে সাধারণ মানুষকে। অজয় বাবুর কথায়," এখনো পর্যন্ত করোনা নিয়ে তিনটি গান লিখে সুর করে গেয়েছি। একটি আধুনিক, একটি বাউল আর একটা প্রার্থনা সংগীত। এই কঠিন পরিস্থিতিতে গানটা আমাদের সহকর্মীদের মনোবল চাঙ্গা রাখতেও বেশ ভালো কাজ করছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মী। সারাদিনকঠিন কর্মব্যস্ততার মাঝে একমুঠো তাজা নিঃশ্বাসের যোগান দিচ্ছে বলে দাবী করেছেন স্থানীয়রা।
Post A Comment: