দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

করোনা পীড়িতের সেবায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩৮ লক্ষ দান করল বিশ্বভারতী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের একদিনের বেতনের টাকা ওই ত্রাণ তহবিলে দান করেন। পাশাপাশি, বিশ্বভারতীর তরফে কংকালী তলার বেশ কয়েকটি গ্রামে চাল ডাল সহ ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়েছে। বিশ্বভারতীর কর্মী মণ্ডলীর সেবা শাখা এবং সেন্ট্রাল লাইব্রেরী মিউচিয়াল ফাণ্ডের মাধ্যমে এই ত্রাণ বিলি করা হয়। এই লকডাউনের পরিস্থিতিতে প্রায় ৬০ জন সদস্য মিলে কংকালী তলা লাগোয়া আদিবাসী গ্রামে দুঃস্থ মানুষের হাতে এই ত্রাণ সামগ্রী সরবরাহ করা হয়।
উল্লেখ্য, এর আগে বিশ্বভারতীর ভি বি ইউ ফা সংগঠনের তরফে বুনেরডাঙ্গা গ্রামের  ১০৫ টি আদিবাসী পরিবারের হাতে ত্রাণ তুলে দেয়। সেক্ষেত্রে সংগঠনের সদস্যরা নিজেদের মধ্যে নূন্যতম ৫০০ টাকা চাঁদা দিয়ে তহবিল গড়ে মানুষের পাশে দাঁড়ায়। তার সপ্তাহখানেক বাদে এই মহতী কাজে নেমে পড়ে বিশ্বভারতী।

Share To:

THE OFFNEWS

Post A Comment: