অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

একটা চোখ স্বপ্ন দেখে,
পাহাড় সীমা ছাড়িয়ে।
একটা চোখ ভাবতে থাকে,
লিখবে চিঠি মেঘলা দিনে।
চোখ জুড়ে অসংখ্য প্রশ্ন ভবিষ্যতের খোঁজে,
অশ্রু হয়ে ঝরতে থাকে স্বপ্ন ভাঙে আর গড়ে।

Share To:

THE OFFNEWS

Post A Comment: