অস্মিতা বন্দ্যোপাধ্যায়, কবি ও চিত্রশিল্পী, কলকাতা:

চেনা মুখের মেলায়, আজ তুমি খুব অচেনা
শহর জুড়ে কুয়াশা, তবু ও হৃদয়ের ব্যাথা অজানা।
ফন্দি-ফিকির ভালোই জানো, মন ভেঙেছো তাই
হাঁটছি একা রাস্তা জুড়ে, মাইলস্টোনটা পথ দেখায়।
চাওয়া পাওয়ার সীমাবদ্ধতা থাকবে আজীবন জুড়ে,
তফাৎ শুধু শিরদাঁড়ায় মানুষ বৈশিষ্ট্যে প্রয়োজন বিশেষে।

Share To:

THE OFFNEWS

Post A Comment: