সুকন্যা পাল, ম্যানেজিং এডিটর, দ্য অফনিউজ, কলকাতাঃ

লকডাউন মেনে রেল বিমান মেট্রোরেল পরিষেবা সাময়িক ঝাঁপি বন্ধে এগিয়ে এসেছে কিন্ত রাজ্যের পশ্চিম বর্ধমানের শিল্পতালুকে চলছে কারখানা মালিকের চলছে ভিন্ন ফতোয়া। অনেকটা এরকম ফতোয়া, মারো গোলি লকডাউন চালাও শুধু কারখানা।
দুর্গাপুর আসানসোলের ৯৯.৯৯% বেসরকারী কারখানাতেও তাই লকডাউন মানা হচ্ছে না। উল্টে শ্রমিক হাজিরার জন্য ফোর্স করা হচ্ছে। চাকরী বাঁচানোর তাগিদে শ্রমিক হাজিরা অব্যাহত। সাংবাদিক হিসেবে আমি দায়িত্ব নিয়ে একথা বলছি। কিছু কিছু মহল থেকে একাংশ কারখানা মালিকের সঙ্গে রফার অভিযোগও উঠছে।
কিছু শ্রমিক ব্যক্তিগত ভাবে একজন সাংবাদিক হিসেবে আমার কাছে অভিযোগ করছেন। কিন্তু তাঁদের নিরাপত্তার কথা ভেবে আমি উনাদের পরিচয় প্রকাশ করলাম না। অথচ রাজ্যে করোনার বলি শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক সদিচ্ছায় রাজ্য জুড়ে লাগু লকডাউন। তবু লকডাউন নির্দেশ উপেক্ষা করার সাহস পাচ্ছে কিভাবে এই মালিক শ্রেণিরা। তাহলে সর্ষের মধ্যেই ভুত রয়েছে? পুলিশ প্রশাসন কি করছে? এইরকম সেটিং চললে তো করোনা মৃত্যুর কামডাউন নিয়ে আশঙ্কা থাকবেই। লকডাউন না কামডাউন কোনটা বাছবেন মালিক স্যার? মালিক সাহাব মানতে হবে আপনাদের বিবেকের কথা!

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours