দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

গোটা বীরভূম নিস্তব্ধতার চাদরে ঢাকা। রামপুরহাট, নলহাটি, মুরারই, বোলপুর শহরে বাস স্ট্যান্ড রেলস্টেশন দোকানপাট হাট-বাজার পুরো শুনশান। কোথাও জনমানব নেই। শহরের নিত্যপ্রয়োজনীয় দোকানপাট, ওষুধের দোকান সব বন্ধ। রবিবার এমনিতেই রামপুরহাট বাজার বন্ধ থাকে তবে রবিবার হলেও, বেশ কিছু ওষুধের দোকান খোলা থাকে। এদিন সেগুলো ছিল বন্ধ। রামপুরহাটে যতগুলো হাট বসে, রবিবার খোলা থাকে।  কিন্তু এদিন সব হাট গুলোই বন্ধ ছিল। সবথেকে পুরনো হাট রামপুরহাট বাজারের ভিতরে। সেখানে দেখা গেল হাটুরেরা কেউ কেউ ছুটির মেজাজে তাস খেলায় ব্যস্ত।
অন্যদিকে, জমিয়ে খাওয়ার জন্য হাটের মধ্যে মাংসের দোকানে মানুষের ভিড়। তবে, বাসস্ট্যান্ডে বাস গুলো দাঁড়িয়েছিল সারিসারি। ছিলনা কোন যাত্রীর আনাগোনা। অন্যদিকে, রামপুরহাট স্টেশনে রামপুরহাট স্টেশনে মালগাড়ি দাঁড়িয়েছিল। কিন্তু ছিলনা কোন প্যাসেঞ্জার ট্রেনের ঘোষণা বা কোন যাত্রী। এমনিতেই পূর্ব রেলওয়ে ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত প্যাসেঞ্জার ট্রেন বাতিল ঘোষণা করেছে। এই ঘোষিত জনতা কারফিউয়ে মানুষ নিজের ঘরের মধ্যে নিজেদের এক প্রকার বন্দী করে রেখেছে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়নি।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours