ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:

নিরবতা  ভঙ্গ  করে  জনকরাজের  কূলপুরোহিত  অশ্বল  ঋষি যাজ্ঞবল্ক্যকে  প্রশ্ন করলেন," আপনি  কি   মনে  করেন  এই  আর্যাবর্তের  শ্রেষ্ঠ  ব্রক্ষ্মিষ্ঠ?"
        যাজ্ঞবল্ক্য  করজোড়ে  নিবেদন  করলেন," ব্রক্ষ্মিষ্ঠের  শ্রীচরনে  শতকোটি  প্রনাম! শ্রেষ্ঠ  ব্রক্ষ্মবিদ  হিসাবে   আমি  অগ্রসর  হইনি!  বাস্তবে  আমার  কিছু  গোধনের  প্রয়োজন!  আমি  লক্ষ্য করে  দেখলাম, সকলেই নিরব! তাই  মনে  হল  আমি  চোখে  কম  দেখি  কিন্তু   সমবেত  সকলে  সম্ভবতঃ ছুছন্দরপ্রতিম  দৃষ্টিহীন!"
      অশ্বল  বললেন," ক্ষান্ত  হোন  ঋষিবর, প্রথমে  প্রমান  করুন  আপনিই  শ্রেষ্ঠ  ব্রক্ষ্মিষ্ঠ ! আমাদের  সকলকে  তর্কযুদ্ধে  পরাস্ত  করুন!  প্রথম  আমাকে  পরাস্ত  করুন!
          অশ্বল  একের  পর  এক  প্রশ্ন  করেন! যথাযথ  উত্তর  দেন  যাজ্ঞবল্ক্য! ' বৃহদারণ্যকোপনিষদের  একটি  গুরুত্বপূর্ন  অধ্যায় ' অশ্বল-যাজ্ঞবল্ক্য- সংবাদ '! এরপর  এলেন  জরৎকারু- বংশীয় আর্তভাগ  ঋষি!তারপর  ভৃজ্যুঋষি, একে  একে  চাক্রায়ন,ঊষন্ত,কৌষীতকেয়,কহোল ! প্রত্যেকের  প্রশ্নের  যথাযথ সনতোষজনক উত্তর  দিলেন  যাজ্ঞবল্ক্য!
সর্বশেষে  উঠে  দাঁড়ালেন,মহাপন্ডিতা  গার্গী! (চলবে)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours