দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:
দেহের 'পরে তুলে সুরক্ষার বাস,
ঠিক মত খাবার, পায় নি অবকাশ।
---- এই জীবন কাদের জন্য ভাগ্য নির্ধারিত! তা বলার অপেক্ষা রাখে না!
কি পুজো, কি ঈদ! জীবনে নেই কোনো অবকাশ। নিজের পরিবারের সাথে যাদের কচ্চিৎ দেখা সাক্ষাৎ। দেহে ইউনিফর্ম পরে চব্বিশ ঘণ্টা ব্যস্ত থাকতে হয় মানুষের সুরক্ষায়।
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এসপি বাংলোয় পুলিশ, প্রশাসনিক আধিকারিক সাংবাদিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মনের রঙে রঙিন হয়ে ওঠে গোটা চত্বর। জেলা পুলিশ সুপার শ্যাম সিং এই বাসন্তিকা উৎসবে সকল সহকর্মী, সংবাদকর্মীকে রাঙিয়ে দেন মনের সাত রঙে ও আতিথেয়তায়।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় এক বিশেষ চাহিদা সম্পন্ন অতিথির হাত ধরে।
তারপর চলতে থাকে আবির খেলা, রঙ খেলা, লাঠি নৃত্য, রবীন্দ্র সঙ্গীত, লোক সঙ্গীত, হোলীর গান।
অন্যদিকে, রামপুরহাট মহকুমায় বড়শাল গ্রামে গীতাঞ্জলি শিক্ষায়তনের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
দেহের 'পরে তুলে সুরক্ষার বাস,
ঠিক মত খাবার, পায় নি অবকাশ।
---- এই জীবন কাদের জন্য ভাগ্য নির্ধারিত! তা বলার অপেক্ষা রাখে না!
কি পুজো, কি ঈদ! জীবনে নেই কোনো অবকাশ। নিজের পরিবারের সাথে যাদের কচ্চিৎ দেখা সাক্ষাৎ। দেহে ইউনিফর্ম পরে চব্বিশ ঘণ্টা ব্যস্ত থাকতে হয় মানুষের সুরক্ষায়।
বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এসপি বাংলোয় পুলিশ, প্রশাসনিক আধিকারিক সাংবাদিক, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মনের রঙে রঙিন হয়ে ওঠে গোটা চত্বর। জেলা পুলিশ সুপার শ্যাম সিং এই বাসন্তিকা উৎসবে সকল সহকর্মী, সংবাদকর্মীকে রাঙিয়ে দেন মনের সাত রঙে ও আতিথেয়তায়।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় এক বিশেষ চাহিদা সম্পন্ন অতিথির হাত ধরে।
তারপর চলতে থাকে আবির খেলা, রঙ খেলা, লাঠি নৃত্য, রবীন্দ্র সঙ্গীত, লোক সঙ্গীত, হোলীর গান।
অন্যদিকে, রামপুরহাট মহকুমায় বড়শাল গ্রামে গীতাঞ্জলি শিক্ষায়তনের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Post A Comment:
0 comments so far,add yours