ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:

দীর্ঘ তর্ক - বিতর্কের  পর  হটীর  যুক্তির  কাছে  টুলোপন্ডিতরা  পরাজিত  হলেও হার স্বীকার  করলেন  না!  তাঁরা  প্রাচীনযুগের  উদাহরন  মানতে  না  চাইলে,হটী  তার  যুক্তির  সমর্থনে  তিন'টি  উদাহরন  পেশ  করলো,
প্রথমতঃ- বর্তমান  ফরিদপুর  জেলার কোটালীপাড়া  গ্রামে ষোশড়  শতকের  শেষে   পন্ডিত  শিবরাম  সারভৌমের  কন্যা  প্রিয়ংবদা দেবীর  জন্ম! শিবরাম  বিত্তশালী  হওয়ায়  আত্মজাকে   শিশুকাল  থেকে শিক্ষাদান  করেন  এবং   পশ্চিমবঙ্গের  একটি  সুপাত্রের  সাথে  কন্যার  বিবাহ  দিয়ে  তাদের ' মাঝবাড়ী' গ্রামে  অধিষ্ঠিত  করেন! তাদের  বহু  ভূ- সম্পত্তি  সহ  একটি  চতুষ্পাঠী  দান  করেন! পিতার  সাহচর্যে  প্রতিভাশালিনী  প্রিয়ংবদা  কাব্যে,সাহিত্যে২,ও ব্যকরনে  বিশেষ  বুৎপত্তি  লাভ করেন! বলিকা  বয়স  থেকেই  অলর্গল  সংস্কৃত  ভাষায়  কথা  বলতে  পারতেন একই  সাথে   কবিতা রচনায়  পারদর্শী  ছিলেন! কূলদেবতা  শ্রীগোবিন্দের  উদ্দেশ্যে  তাঁর  লেখা  সংস্কৃত  কবিতাটি ইংরাজী  ভাষায়  অনুদিত  হয়েছে! 'শ্যামরহস্য' নামে  সুবিশাল  তন্ত্রশাস্ত্রের  রচয়িতা  ইনিই!এছাড়া, মদলসা- উপাখ্যানের  টিকা  ও মহাভারতের মোক্ষধর্মের  সুবিশাল  টিকার  রচয়িত্রী  এই  প্রিয়ংবদা দেবী! (চলবে)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours