ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:

বৃহদারনাকোপনিষ  স্বয়ং  যাজ্ঞবলক্যের  রচনা! তিনি  চাইলে  এই  তথোপকথন  উল্লেখ  করা  থেকে  বিরত  হতে  পারতেন!কিন্তু  তিনি  তা  করেন  নি! লেখকের  নিজস্ব ত্রুটির  এই  অকুন্ঠ  স্বীকৃতি  ভারতীয়  সাহিত্যের  অমূল্য  সম্পদ! ঠিক  একই  ভাবে  কৃষ্ন দৈপায়ন  ব্যাস  মহাভারতে  ধৃতরাষ্ট্র, পান্ডু ও বিদুরের  জন্মরহস্য  লিপিবদ্ধ  করেছেন! সত্যাশ্রয়ী  যাজ্ঞবল্ক্য  তাই ঐ অনবদ্য  শ্লোকটিও রচনা  করেছেন - গার্গী, তুমি  প্রশ্নসীমা  অতিক্রমনে  ' অতিপ্রশ্নের  রাজ্যে  প্রবেশ  করতে  চলেছো! এবার  ক্ষান্ত  হও!
      গার্গী  প্রতিমা  সাবধানবানী  অগ্রাহ্য করে বললেৃ," ঋষিবর,এবার  আমার  শেষ  প্রশ্ন - এই  যে  দ্যুলোক, তার  উপরে  কি  বর্তমান? এই যে  ভূলোক  এর  অতলেই  বা  কী  আছে?"
     যাজ্ঞবল্ক্য  উত্তর  দিলেন," এর  নাম  সূত্রাত্মা! সূত্রের  মতো  এই  তিন  ভূবন  গ্রথিত! সেই  সূত্রটি  অভিধা! ব্রক্ষ্ম!
        এরপর  গার্গী  সমবেত  পন্ডিতমন্ডলী এবং  মিথিলারাজকে  সম্বোধন করে বললেন," আপনারা  ঋষিবর  যাজ্ঞবল্ক্যকে  নমস্কার  করুন! বিদ্যায়  আর  ব্রক্ষ্মজ্ঞানে  তাঁর  সমকক্ষ এই  ভূভারতে  আর  কেই  নেই! (চলবে)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours