অসীম সাহা, বিশিষ্ট সাংবাদিক ও প্রতিষ্ঠিত কবি, বাংলাদেশ:

আমি আমার দেশের স্বাধীনতার কথা বলছি
আমি বহমান নদী থেকে তরঙ্গের দুরন্ত উচ্ছ্বাসের মতো
গর্জে ওঠা আটচল্লিশের কথা বলছি
আমি বলছি বাংলা ভাষার প্রথম উচ্চারণের কথা;
যারা আমার আত্মার স্পন্দনকে স্তব্ধ করে দিতে চেয়েছিলো
আমি সেই সব পাপিষ্ঠের কথা বলছি।

আমি সেই সব তরুণের কথা বলছি
যারা সকল রক্তচক্ষুর উন্মাদনার ভেতর থেকে প্রতিবাদ করতে করতে
আগুনের ফুলকির মতো বেরিয়ে এসেছিলো তুখোড় জনপদে
আমি তাদের কথা বলছি, যারা রক্তভেজা শার্টের প্রতিজ্ঞা নিয়ে
নির্মাণ করেছিলো একুশের খুব ভোরে বাঙালির শহিদ মিনার।
যারা নগ্ন পায়ে লক্ষ লক্ষ মানুষের মিছিলের প্রশস্ত পথের ’পরে
বিছিয়ে রেখেছিলো বাংলার সব ঘাসফুল, উন্মাতাল আগুনের গনগনে নদী
আর সেই বহমান নদীর জলে ভেসে ভেসে একদিন যে মাঝি নৌকা বেয়ে
আমাদের নিয়েছিলো নতুন এক বন্দরের ঘাটে---
আমি সেই দুঃসাহসী মাঝির কথা বলছি।
আমি আমার হাজার বছরের গৌরবময় অতীতের কথা বলছি
আমি ক্ষুদিরাম আর বিনয়-বাদল-দীনেশের কথা বলছি
আমি দুঃসাহসী সূর্য সেন আর প্রীতিলতার কথা বলছি
আমি বাঙালীর বীরপুরুষ আজাদ হিন্দের সুভাষ বসুর কথা বলছি
আমি পৃথিবী কাঁপানো এক মহানায়ক শেখ মুজিবের কথা বলছি।

আমি উনিশশো বাহান্নোর ভাষা আন্দোলনের কথা বলছি--
আমি বলছি ‘আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র কথা।
আমি উনিশশো ছেষট্টির ছয় দফার কথা বলছি
আমি উনিশশো উনসত্তরের গণ-অভ্যুত্থানের কথা বলছি
আমি উনিশশো একাত্তরের পৃথিবী কাঁপানো অসহযোগ আন্দোলনের কথা বলছি
আমি পঁচিশে মার্চের রাতে পাকিস্তানি হায়েনাদের বর্বরতম গণহত্যার কথা বলছি
আমি কালরাত্রির প্রথম প্রহরে জগন্নাথ ও ইকবাল হলের
ঘুমন্ত সন্তানদের কথা বলছি
আমি রাজারবাগ পুলিশ লাইনের বাঙালি প্রতিরোধকারীদের কথা বলছি
আমি দুরন্ত আবেগে ‘যার যা কিছু আছে’ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর
জিঘাংসু হায়েনাদের ওপর মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণের কথা বলছি
আমি বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন দেশের আনুষ্ঠানিক ঘোষণার কথা বলছি।

আমি জয় বাংলার কথা বলছি
আমি আমার মাতৃগর্ভে নয় মাসে বেড়ে ওঠা স্বদেশের
জন্ম-ইতিহাসের জন্য প্রতীক্ষার কথা বলছি।
আমি ষোলোই ডিসেম্বরের কথা বলছি
আমি পল্টনের মাঠে হায়েনাদের পরাজয়ের ইতিহাসের কথা বলছি।
আমি আমার বিজয়ের কথা বলছি
আমি আমার মাতৃভূমির স্বপ্নপূরণের কথা বলছি
আমি লাল ও সবুজে খচিত একটি স্বাধীন-সার্বভৌম
মানচিত্রের উত্থানের কথা বলছি।

নাহ, আমি কোনও ইতিহাসবিদ নই
আমি আমার আত্মার স্পন্দনের মধ্যে যে জীবনের অস্তিত্ব অনুভব করেছি,
সেই অনুভবের গহন তলদেশ থেকে উত্থিত আমার সোনার বাংলার
আকাঙ্ক্ষার  লেলিহান দাহের ভেতরে পুড়ে পুড়ে
যে নতুন বাংলাকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার
দৃশ্য অবলোকনের জন্যে হাজার বছর ধরে অপেক্ষা করেছি---
আমার সেই অপেক্ষার পালাশেষে আমি যখন আমার চারদিকে দেখছি
লাল ও সবুজের পতাকায় বর্ণময় স্বদেশ আমার
তখন আমি আমার কণ্ঠের উচ্চকিত শ্লোগানে শ্লোগানে
মুখরিত করে তুলছি পৃথিবীর আকাশ-বাতাস
আর উর্ধ্বপানে সগৌরবে মাথা তুলে চিৎকার করে বলছি :
এই দেখো, এই আমার মাতৃভূমি
ত্রিশ লক্ষ শহিদ আর দুই লক্ষ মা-বোনের সম্ভ্রম-হারানোর বিনিময়ে অর্জিত
এই আমার প্রিয় বাংলাদেশ।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours