দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

হৃদরোগে আক্রান্ত হয়ে সিউড়ি হাসপাতালে প্রয়াত হলেন বিশিষ্ট নকশাল নেতা কিষাণ চট্টোপাধ্যায় (৮৪)। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী পরিবারের তরফে তাঁর মরনোত্তর দেহ দান করা হয় রামপুরহাট মেডিক্যাল কলেজের এনাটমি বিভাগে। পরিবার সূত্রে জানা গেছে, দেহ দানের অঙ্গীকার পত্রে সহি করে যেতে না পারলেও, তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী পরিবারের তরফে বীরভূম প্রশাসন ও বীরভূম ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করা হয়। মূলতঃ ব্লাড ডোনার্স এ্যসোসিয়েশনের উদ্যোগে রামপুরহাট মেডিক্যাল কলেজে দ্বিতীয় দেহ দানের কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হয়। উল্লেখ্য, এর আগে বর্ধমানের পানাগড়ের বসুধা গ্রামের এক ব্যক্তির মরনোত্তর দেহ দান সমাধা হয় বীরভূম ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে।
জানা গেছে, প্রয়াত নকশাল নেতার মেয়ে পড়াশোনা সূত্রে আমেরিকায়। তিনি তাঁর মা কৃষ্ণপ্রিয়া চট্টোপাধ্যায়কে বলেন যে তাঁর বাবার শেষ ইচ্ছা ছিল কোন সংস্কার মেনে দেহ সৎকার না করা। তাই দেহ দানের অঙ্গীকার পত্রে সহি না করে যেতে পারলেও, মানব কল্যাণে মরনোত্তর দেহ দান করা উচিৎ। তারপরেই কৃষ্ণ প্রিয়াদেবী তাঁর ভাইয়ের মাধ্যমে বীরভূম জেলা প্রশাসন ও বীরভূম ব্লাড ডোনার্স এ্যসোসিয়েশনের সাথে যোগাযোগ করেন।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours