দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

ময়ুরেশ্বরের জান মোহাম্মদ নামে যে যুবককে  করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশন বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়, তার থুতু ও কফ টেস্টের রিপোর্টে প্রমাণিত, তার করোনা ভাইরাস সংক্রমণ হয় নি।  রামপুরহাট মেডিক্যাল সুপারিনটেনডেন্ট কাম  ভাইস প্রিন্সিপাল সুজয় মিস্ত্রি বলেন,  যে ওই যুবকের থুতু ও মেডিকেল টেস্টের জন্য কলকাতায় পাঠানো হয়েছিল।  কোন পজিটিভ রিপোর্ট আসেনি,  তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।  যুবকটি সুস্থ হলেই অর্থাৎ তার জ্বর সর্দি কমলে, ছেড়ে দেওয়া হবে।
উল্লেখ্য,  সর্দি কাশি নিয়ে সৌদি আরব ফেরত যুবককে শুক্রবার রাতেই রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের আইশোলেশন বিভাগে ভর্তি করা হয়েছে। রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পার্থ দে তখন জানান,ওই যুবকের সর্দি কাশি ঠান্ডা লাগার ধাত আছে বলে সে চিকিৎসকদের জানিয়েছে। তার কফ ও থুতুর নমুনা নিয়ে কলকাতায় তা পরীক্ষার জন্য পাঠান হয়েছে। প্রাথমিক ভাবে জানা গেছে, ওই যুবক কোনভাবেই করোনা ভাইরাসে আক্রান্ত হয় নি। তাকে নিয়ে গুজব ছড়িয়েছে।  তবুও তার ওপর নজরদারি রাখা হয়েছিল।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours