দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে গ্রন্থন বিভাগে বদলি ফিন্যান্স বিভাগের অ্যাসিস্ট্যান্ট কর্মীর। করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে সর্বত্র  লক ডাউন চলছে, সেই সময় দুর্ভোগের মুখে বিশ্বভারতীর ফিনান্স অফিসের এক অ্যাসিস্ট্যান্ট কর্মী।  জানা গেছে, বামাপাদ নায়েক নামে এক ফিন্যান্স বিভাগের কর্মী চলতি বছরের ১৯ শে মার্চ গ্রন্থনবিভাগে কাজে যোগ দেওয়ার জন্য নোটিশ পান। মাঝে শনি ও রবিবার ছুটির দিন থাকায়, সোমবার বিভাগীয় অধিকর্তাকে নির্দেশ দেওয়া হয় বামাপদ বাবুকে সোমবার সকালে রিলিজ করে দেওয়ার জন্য। বাধ্য হয়ে চাকরি রাখতে এই রকম পরিস্থিতির মধ্যে প্রাইভেট কার ভাড়া করে তাকে কলকাতায় গ্রন্থন বিভাগে কাজে যোগ দিতে হয়।
এই ঘটনার জেরে তাঁর কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। এব্যাপারে অধ্যাপকদের মধ্যে একাংশ ক্ষোভ প্রকাশ করেন।  করোনা ভাইরাসের জেরে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বভারতী কর্তৃপক্ষ মানবিক হতে পারতো বলে অনেকে মন্তব্য করেন। তবে শোকজের ভয় অনেকেই মুখ খোলেননি বলে জানা গেছে।
এক অধ্যাপক জানান, করোনার লকডাউনের মধ্যে এভাবে কাউকে কলকাতার গ্রন্থন বিভাগে ট্রান্সফারে পাঠানো অনৈতিক ও বেআইনি। আমরা সমস্ত আইনি দিক খতিয়ে দেখছি।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours