দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

সরকার ও প্রশাসন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে স্টেজ থ্রি'র আগে করোনাকে আঁটকাতে। কিন্তু মানুষের সেই ছুটির মেজাজ কাটছে না। আপিস ছুটি, ঘরে মন বসছে না। চায়ের দোকানে আড্ডা আর করোনা নিয়ে যাবতীয় তথ্য আলোচনা গুলতানি না মারলে পেটের ভাত হজম হবে না বাঙালির। আর এটাই কপালে ভাঁজ ফেলেছে প্রশাসনের। বীরভূমের বোলপুর, রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া তিনটি মহকুমার সমস্ত ছোট বড় শহরে একই চালচিত্র।
বাঙালি সিরিয়াস নয়,  বাঙালির এই অপবাদ কে ঘোচাবে? সোশ্যাল মিডিয়ায় উঠেছে নেটিজেনদের ঝড়। এটা কি পিকনিকের সময়? পুলিশ কেন আড়ং ধোলাই দিচ্ছে না? বেশ কয়েকদিন ধরেই এই দাবি উঠছিল সর্বত্র।
অবশেষে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বড়ুয়ার নেতৃত্বে পুলিশ মঙ্গলবার রামপুরহাট হাটতলা, পাঁচ মাথা, শ্রীফলা পিকনিক বাঙালিদের ঘা কতক দিয়ে তাড়িয়েছে। আর তাতেই রামপুরহাট মহকুমার মানুষ পুলিশের প্রশংসায় পঞ্চমুখ। অনেক সচেতন মানুষ স্বেচ্ছায় পুলিশকে অভিযোগ জানিয়ে এই আড্ডায় বন্ধে পুলিশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। একইভাবে,নলহাটি, মুরারই সিউড়ি, বোলপুর সর্বত্র পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি, বাজারে কালোবাজারি রুখতে সচেষ্ট পুলিশ প্রশাসন।
প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বীরভূমের আপামর জনসাধারণ।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours