ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:
মহা মুশকিলে পড়েছে পুরন্দর !মেজাজ তার খাপ্পা হওয়ায় স্বাভাবিক! এরমধ্যে কাশীর একদল টুলো পন্ডিত কাশীর সর্বাগ্রগন্য মহা পন্ডিত আজন্ম ব্রক্ষ্মচারী প্রায় সন্ন্যাসী অশীতিপর মহামহোপাধ্যায় দ্বারকেশ্বর বিদ্যার্ণবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন রাজদরবারে! তাঁদের অভিযোগ মহামহোপাধ্যায় তাঁর গৃহে ঠাঁই দিয়েছেন বঙ্গভূমের এক কুলীন বাল্য বিধবাকে! এতদিন কাশীর পন্ডিতরা এ বিষয়ে নজর দেননি! কিন্তু ঘোরালো হয়ে উঠলো কয়েক বছর পরেই!
তাঁদের টনক নড়ল তখন, যখন তাঁরা দেখলেন, মেয়েটি অসাধারন মেধাবিনী! একে একে উত্তীর্ন হয়ে গেল নানা পরীক্ষায় - ব্যাকরন,স্মৃতি,কাব্য - শেষে নব্যন্যায়! সহধ্যায়ী পুরুষ প্রতিযোগীরা তার ধারে কাছে পৌঁছাতে পারল না!তার,মেধাকে সন্মান জানিয়ে মহোমহপাধ্যায় দ্বারকেশ্বর তাকে ' বিদ্যালঙ্কার' উপাধি দান করায় খাপ্পা হয়ে উঠলেন কাশীর পন্ডিতরা!
এটা তাঁদের কাছে বাড়াবাড়ি মনে হ'ল! হতে পারে মেয়েটি মেধাবী! তাই বলে অমন সন্মানজনক উপাধী? স্ত্রীলোককে? এমন অঘটন অনাসৃষ্টি ঘটনা কখনো কেউ দেখেছে? ( চলবে)
মহা মুশকিলে পড়েছে পুরন্দর !মেজাজ তার খাপ্পা হওয়ায় স্বাভাবিক! এরমধ্যে কাশীর একদল টুলো পন্ডিত কাশীর সর্বাগ্রগন্য মহা পন্ডিত আজন্ম ব্রক্ষ্মচারী প্রায় সন্ন্যাসী অশীতিপর মহামহোপাধ্যায় দ্বারকেশ্বর বিদ্যার্ণবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন রাজদরবারে! তাঁদের অভিযোগ মহামহোপাধ্যায় তাঁর গৃহে ঠাঁই দিয়েছেন বঙ্গভূমের এক কুলীন বাল্য বিধবাকে! এতদিন কাশীর পন্ডিতরা এ বিষয়ে নজর দেননি! কিন্তু ঘোরালো হয়ে উঠলো কয়েক বছর পরেই!
তাঁদের টনক নড়ল তখন, যখন তাঁরা দেখলেন, মেয়েটি অসাধারন মেধাবিনী! একে একে উত্তীর্ন হয়ে গেল নানা পরীক্ষায় - ব্যাকরন,স্মৃতি,কাব্য - শেষে নব্যন্যায়! সহধ্যায়ী পুরুষ প্রতিযোগীরা তার ধারে কাছে পৌঁছাতে পারল না!তার,মেধাকে সন্মান জানিয়ে মহোমহপাধ্যায় দ্বারকেশ্বর তাকে ' বিদ্যালঙ্কার' উপাধি দান করায় খাপ্পা হয়ে উঠলেন কাশীর পন্ডিতরা!
এটা তাঁদের কাছে বাড়াবাড়ি মনে হ'ল! হতে পারে মেয়েটি মেধাবী! তাই বলে অমন সন্মানজনক উপাধী? স্ত্রীলোককে? এমন অঘটন অনাসৃষ্টি ঘটনা কখনো কেউ দেখেছে? ( চলবে)
Post A Comment:
0 comments so far,add yours