সুকন্যা পাল, ম্যানেজিং এডিটর, দ্য অফনিউজ, কলকাতা:

বৃহস্পতিবার দুর্গাপুরের ইস্পাত নগরীতে আয়োজিত হল এক শিল্প সন্ধ্যা। মূলতঃ স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর ছিল এই অনুষ্ঠানের মূল উপপাদ্য। এছাড়াও নানান স্বাদের গান পরিবেশন করেন দুর্গাপুর সুরপরিষদ মিউজিক্যাল একাডেমি, লহরী ও মুক্তমঞ্জরীর সঙ্গীতশিল্পীরা।
অনুষ্ঠানের আয়োজক দুর্গাপুর সুরপরিষদ মিউজিক্যাল একাডেমি। এই প্রতিষ্ঠানের কলাকুশলীরা একের পর এক সঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করেন। বিশিষ্ট সঙ্গীতজ্ঞা আনন্দিতা রায়ের উপস্থাপনায় গান পরিবেশিত হয় হাসিতে খেলিতে আসিনি, আমরা নতুন যৌবনের দূত, যেতে যেতে একলা পথে'র মতো প্রসিদ্ধ গানগুলি। তবলায় যোগ্য সঙ্গত দেন বীথিন রায়। অনদিকে প্রণয় রায়, নীলিমা রায়, অজ্ঞাত মুখোপাধ্যায়, সৌরেশ চট্টোপাধ্যায়, লীনা সাহা প্রমুখর স্বরচিত কবিতা বেশ নজরকাড়া।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours