ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:
অন্ডাল শ্মশানে রূপেন্দ্র নশ্বর দেহ ভষ্মীভূত হ'ল!তখন মধ্যরাত্রি!রূপেন্দ্র ব্রাক্ষ্মন সমাজপতিদের বোঝানোর চেষ্টা করে এসেছেন !সমাজের দু'টি পাখা! একটি নারী সমাজ অন্যটি অছ্যুৎ জাত!এদু'টির একটিকে বাদ দিয়ে সমাজ বিহঙ্গ কোনদিনই উড়তে পারে না!কেউ সে কথায় কর্নপাত করেনি !আজ সেই অছ্যুৎ মানুষগুলোই তাদের প্রিয় মানুষটার শেষ বন্ধুকৃত্য করল! ভীমা বাগদী আজ আর নেই! সমাজপতিদের ন্যাক্কারজনক পন্হায় মারা গেছে!না হলে সে হয়তো চিতার উপর আছড়ে পড়ে বলত,"বাবা ঠাউর তুমি চইলে গেলে মোরা দাঁড়াব কুথায়?"
শ্মশান চন্ডাল একটি বট পাতায় রূপেন্দ্রর এক টুকরো অস্হি এনে হটীর হাতে দিয়ে বলল," এইটা নদীর জলে দিয়ে এসো মা, বাবা ঠাকুর শান্ত হবেন!"
অঞ্জলী বদ্ধ হাতদুটিতে পিতার অস্হিভষ্ম নিয়ে জলে বিসর্জন দিয়ে ডাঙায় উঠে সচেতন হ'ল চতুর্দশী হটী সিক্ত বসনা! ঘাটে তখন সারা গ্রামের পুরুষরা! হঠাৎ দেখলেন নগ্নপদে নেমে আসছেন তারা প্রসন্ন হাতে একখানি থান! হটীকে বললেন," মা তোমার সিক্ত বসন ত্যাগ করে এই বসন পরে ঘাট থেকে উঠে আয়!"
হটী পিতৃশূন্য ভিটেয় ফিরে এলো! সে রাতের বাকীটুকু কে কোথায় কাটালো তার হিসাব নাই! কেঁদে কেঁদে সবাই ক্লান্ত! তারা জ্যেঠি,শোভাপিসি,মীনু খুড়িমার মা আর পিতৃহারা অভাগিনী! (ক্রমশ)
অন্ডাল শ্মশানে রূপেন্দ্র নশ্বর দেহ ভষ্মীভূত হ'ল!তখন মধ্যরাত্রি!রূপেন্দ্র ব্রাক্ষ্মন সমাজপতিদের বোঝানোর চেষ্টা করে এসেছেন !সমাজের দু'টি পাখা! একটি নারী সমাজ অন্যটি অছ্যুৎ জাত!এদু'টির একটিকে বাদ দিয়ে সমাজ বিহঙ্গ কোনদিনই উড়তে পারে না!কেউ সে কথায় কর্নপাত করেনি !আজ সেই অছ্যুৎ মানুষগুলোই তাদের প্রিয় মানুষটার শেষ বন্ধুকৃত্য করল! ভীমা বাগদী আজ আর নেই! সমাজপতিদের ন্যাক্কারজনক পন্হায় মারা গেছে!না হলে সে হয়তো চিতার উপর আছড়ে পড়ে বলত,"বাবা ঠাউর তুমি চইলে গেলে মোরা দাঁড়াব কুথায়?"
শ্মশান চন্ডাল একটি বট পাতায় রূপেন্দ্রর এক টুকরো অস্হি এনে হটীর হাতে দিয়ে বলল," এইটা নদীর জলে দিয়ে এসো মা, বাবা ঠাকুর শান্ত হবেন!"
অঞ্জলী বদ্ধ হাতদুটিতে পিতার অস্হিভষ্ম নিয়ে জলে বিসর্জন দিয়ে ডাঙায় উঠে সচেতন হ'ল চতুর্দশী হটী সিক্ত বসনা! ঘাটে তখন সারা গ্রামের পুরুষরা! হঠাৎ দেখলেন নগ্নপদে নেমে আসছেন তারা প্রসন্ন হাতে একখানি থান! হটীকে বললেন," মা তোমার সিক্ত বসন ত্যাগ করে এই বসন পরে ঘাট থেকে উঠে আয়!"
হটী পিতৃশূন্য ভিটেয় ফিরে এলো! সে রাতের বাকীটুকু কে কোথায় কাটালো তার হিসাব নাই! কেঁদে কেঁদে সবাই ক্লান্ত! তারা জ্যেঠি,শোভাপিসি,মীনু খুড়িমার মা আর পিতৃহারা অভাগিনী! (ক্রমশ)
Post A Comment:
0 comments so far,add yours