রিয়া ভট্টাচার্য, লেখিকা, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর:

যদি কোনোদিন, পথের বাঁকে আলগোছে দেখা হয় তোমার-আমার,কোনো হিমেল সন্ধ্যায় পথবাতির নীচে ওই অন্ধকারটায় দাঁড়ানো আমিকে যদি খুঁজে পাও নিস্পন্দ, মুখ ফিরিয়ে চলে যাবে কি?নাকি কাঁপা হাতে ঝাপসা চোখে আমার হাত নিজের হাতের ভেতর নিয়ে বলবে, "বাড়ি চলো পাগলি।"
যদি কোনোদিন হটাত বেজে ওঠে তোমার মুঠোফোন,স্ক্রিনে ভেসে ওঠে খুবচেনা সেই নম্বরটা,বরাবরের মতো এড়িয়ে যাবে ব্যস্ততার অজুহাতে?নাকি ফোন ধরে অভিমানী গলায় বলবে, "এতদিন পর মনে পড়ল আমায়?"
যদি কোনোদিন,ডুবন্ত রবির অস্তরাগ মেশা আকাশের দিকে তাকিয়ে বলি, "ওই দূর হতে ভেসে আসে দিগন্তের ডাক/খুব চেনা এই শহরে আদরভেজা স্মৃতিটুকু থাক," উপেক্ষার হাসি দিয়ে এগিয়ে যাবে?নাকি আঁকড়ে ধরে বলবে কবির ভাষায়, "যেতে নাহি দেব।"
যদি কোনোদিন আঁকাবাঁকা ট্রামলাইন ধরে হাঁটতে চাই,তোমার চিবুক হতে তৃষিত চাতকের ন্যায় শুষে নিতে চাই বারিবিন্দু,তুমি কি রাগ করবে?নাকি চেপে ধরে বুকে শোনাবে হৃদয়ের গোপন ফিসফাস, কানের কাছে মুখ নিয়ে বলবে, "আয় মন আরো একবার বৃষ্টি নামাই, ভালোবাসার শহরে।"
যদি কোনোদিন, তারাভরা আকাশের দিকে চেয়ে শুনতে চাই তোমার কবিতা,হাতে হাত রেখে হারিয়ে যেতে চাই আঁখিতারার রাজত্বে,তুমি কি উপহাস করবে?নাকি শক্ত করে জড়িয়ে নিয়ে উদ্ধৃত করবে গীতগোবিন্দের পদাবলী, ঠিক যেইখানে কৃষ্ণ কেঁদেছিলেন বিরহিণী রাধার জন্য।
যদি কোনোদিন,ব্যস্ত ঘর্মাক্ত রাস্তায় দুহাতে জড়িয়ে বলি, "ভালোবাসি তোমায়",তুমি কি নির্মমভাবে দূরে ঠেলে দেবে?নাকি নাকে নাক ঘষে স্মিত হেসে বলবে, "ভালোবাসি,আমার পাগলি মেয়েটাকে।"
জানি কল্পনা সত্য হয়না,জানি ব্যস্ত রাস্তার মোড়ের বাঁকে ক্লান্ত হাতখানা ধরে শাসন করবার জন্য কেউ এগিয়ে আসেনা,প্রতিদিন বাড়ি না ফিরলে মুঠোফোনে ভেসে আসেনা কোনো উদ্বিগ্ন কণ্ঠস্বর,তাড়না করেনা বাড়ি ফেরার,নিজের প্রতি করা কিছু অন্যায়ের কৈফিয়ত চায় না কোনো ক্ষুব্ধ ব্যাথিত সম্পর্কবাহক।
জানি স্বপ্ন আর বাস্তবের মাঝে দাঁড়িয়ে এক জটিল আবর্তন,যাকে পার করার সাধ্য হয় খুব কম ভাগ্যধরের।তবু নিরাশাজড়িত ক্ষতবিক্ষত মন আশা করে ছোট্ট একটা কুঁড়েঘর,একমুঠো ভালোবাসার।প্রতিরাত নিহত হয় গরলগ্রাসে,তবু বোবাকান্নারা আশা রাখে নতুন সকালের,হয়ত এটাকেই বেঁচে থাকা বলে।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours