ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:
শিবাজীর আদর্শে দীক্ষিত শাম্ভোজী কৌপীনধারী একমুঠি বাবা হয়ে সোঁয়াই গ্রামে অবস্হান করে খুঁজে বেড়িয়েছেন তাঁর আরাধ্যাদেবী মা ভবানীকে! কিন্তু সাক্ষাৎ পাননি! জমিদার ব্রজেন্দ্র নারায়ন লোকান্তরিত হলেন! অবধারিতভাবে সোঁয়াই গ্রামে স্বার্থান্বেষী অবক্ষয়ী চিন্তা চেতনার ধারক সংকীর্নমনা সামাজপতিদের প্রভাব বাড়ল!তাদের অঙ্গুলীলেহনে গ্রামের মানুষরা চলতে বাধ্য হ'ল!সমাজকে তারা কুক্ষিগত করে নিল!
পুনরায় একটি মর্মান্তিক ঘটনায় শাম্ভোজীর জীবনে গতি পরিবর্তিত হ'লো!যেদিন সোঁয়াই গ্রামের সমাজপতিদের অত্যাচারে নিষ্ঠাবান ব্রাক্ষ্মন ধন্বন্তরী চিকিৎসক বাবাকে চন্ডালদের শ্মশানে চন্ডালদের দিয়ে দাহ করাতে বাধ্য হলেন এক কিশোরী! রুখে দাঁড়ালেন দাদাজী কন্বদেও -এর মন্ত্রশিষ্য! হঠাৎ তিনি ছানিপড়া চোখে অবলোকন করলেন আজীবন যাঁর আরাধনা করে এসেছেন সেই ভবানী মাতা তাঁর সামনে কিশোরীর বেশে!যে অনর্গল দেবভাষায় কথা বলতে পারে!সে পিতৃহীনা! কিন্তু সাতপুরুষের ভিটে ত্যাগ করে জমিদার বাড়ীর আশ্রয় প্রত্যাখান করেছে!
একমুঠি বাবা এখন গৃহী!অশ্বের দানাপানি দেন! আর তাঁর ভবানী মা যখন আর্তের সেবায় বাড়ী থেকে বাইরে যান তাকে ছায়ার মতো অনুসরন করেন! তাঁকে যেন কেউ ছুতেও,না পারে! (চলবে)
শিবাজীর আদর্শে দীক্ষিত শাম্ভোজী কৌপীনধারী একমুঠি বাবা হয়ে সোঁয়াই গ্রামে অবস্হান করে খুঁজে বেড়িয়েছেন তাঁর আরাধ্যাদেবী মা ভবানীকে! কিন্তু সাক্ষাৎ পাননি! জমিদার ব্রজেন্দ্র নারায়ন লোকান্তরিত হলেন! অবধারিতভাবে সোঁয়াই গ্রামে স্বার্থান্বেষী অবক্ষয়ী চিন্তা চেতনার ধারক সংকীর্নমনা সামাজপতিদের প্রভাব বাড়ল!তাদের অঙ্গুলীলেহনে গ্রামের মানুষরা চলতে বাধ্য হ'ল!সমাজকে তারা কুক্ষিগত করে নিল!
পুনরায় একটি মর্মান্তিক ঘটনায় শাম্ভোজীর জীবনে গতি পরিবর্তিত হ'লো!যেদিন সোঁয়াই গ্রামের সমাজপতিদের অত্যাচারে নিষ্ঠাবান ব্রাক্ষ্মন ধন্বন্তরী চিকিৎসক বাবাকে চন্ডালদের শ্মশানে চন্ডালদের দিয়ে দাহ করাতে বাধ্য হলেন এক কিশোরী! রুখে দাঁড়ালেন দাদাজী কন্বদেও -এর মন্ত্রশিষ্য! হঠাৎ তিনি ছানিপড়া চোখে অবলোকন করলেন আজীবন যাঁর আরাধনা করে এসেছেন সেই ভবানী মাতা তাঁর সামনে কিশোরীর বেশে!যে অনর্গল দেবভাষায় কথা বলতে পারে!সে পিতৃহীনা! কিন্তু সাতপুরুষের ভিটে ত্যাগ করে জমিদার বাড়ীর আশ্রয় প্রত্যাখান করেছে!
একমুঠি বাবা এখন গৃহী!অশ্বের দানাপানি দেন! আর তাঁর ভবানী মা যখন আর্তের সেবায় বাড়ী থেকে বাইরে যান তাকে ছায়ার মতো অনুসরন করেন! তাঁকে যেন কেউ ছুতেও,না পারে! (চলবে)
Post A Comment:
0 comments so far,add yours