চন্দন ভৌমিক, ফিচার রাইটার, দুর্গাপুর:

সারা দেশ উত্তাল...কি না এন.আর.সি...সবচেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বুদ্ধিজীবীরা আর দেশের প্রথম শ্রেণীর নাগরিকরা...চারিদিকে গেলো গেলো রব...খেটে খাওয়া মানুষের জন্য মিটিং, মিছিল, রাস্তায় ছবি আঁকা, কাপড়ের মধ্যে সই করা, গান, কবিতা, নাটক আরো কত কি...অনেক দিন পর পাওয়া গেছে একটা সাবজেক্ট...নেতারা খুব খুশি.. মনের আনন্দে প্রথম শ্রেণীর শিল্পীরা লিখছেন গাইছেন...আর নেতাটা আন্দোলন করে নিজে জমি তৈরী করছেন...এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হলো..সেটা কি ? না "কাগজ আমি দেখাবো না"  রুপোলি পর্দার বেশ কিছু অতি পরিচিত মুখ..বলছেন "কাগজ আমি দেখাবো না"...তা বাপু কাগজ আপনারা না দেখান তাতে আমার কোনো অসুবিধা নেই...কিন্তু এই কাগজ আমি দেখাবো না এটা নিয়ে সবচেয়ে অসুবিধাই পড়েছেন আমাদের পাড়ার ধুরন্ধর পাকড়াশী বাবু...এনার পরিচয় ইনি একজন প্রভাবশালী লোক...রাজনৈতিক নেতাও বটেন...মাঝে মাঝেই টেলিভিশন চ্যানেলে এল করে বসে পড়েন ঝগড়া করতে...মিটিং এ জ্বালাময়ী  ভাষণ ও দেন..নিজের পেল্লাই বাড়ি ..ওনার মুশকিল হচ্ছে ওনার বাড়িতে কাজের লোক লাগবে...উনি ওনার দলের ছেলেদের বললেন "ওরে আমাকে একটা কাজের মাসি দেখে দে না" ...দলের ছেলেরা খুশি ...দাদা বলেছেন ..ওরা বললো ঠিক আছে দাদা..কালকেই পাঠিয়ে দেব..পরদিন যথারীতি মোক্ষদা মাসি এসে হাজির হল পাকড়াশী বাবুর বাড়িতে....বাড়িতে পৌঁছনোর পর মোক্ষদা মাসি চক্ষু চড়ক গাছ!  'বাপ রে, কত্তো বড়োলোক এরা! যদি মা লক্ষ্মীর কৃপার কাজটা হয়ে যায়.. জয় মা, জয় মা..কৃপা করো মা.. ভাবতে ভাবতে মোক্ষদা মাসি গেট দিয়ে ঢুকলো...বাড়ির একজন লোক এসে মোক্ষদা মাসিকে বাইরের একটা ঘরে নিয়ে বসালো....ঘন্টা খানেক অপেক্ষা করার পর পাকড়াশী বাবু এলেন..বেশ রাশভারী লোক..মোক্ষদা মাসির পাকড়াশী বাবুকে দেখে মনে হলো এনাকে বেশ চেনা চেনা লাগছে...মোক্ষদা মাসি মনে মনে খুব খুশি হলো...যতই হোক মুখ চেনা লোক..কাজটা হয়েও যেতে পারে..পাকড়াশী বাবু এলেন এসে জিজ্ঞাসা করলেন...কি নাম তোমার? মোক্ষদা মাসি বিনয়ের সঙ্গে বললো.. "বাবু লোকে আমাকে মোক্ষদা মাসি বলেই ডাকে"..পাকড়াশী বাবু বললেন...তা মোক্ষদা মাসি তোমার বাড়ি কোথায় ? মাসি বললো ওই রেল লাইন এর ধারে...পাকড়াশী বাবু বললেন...হুম...তা কি কি কাজ করতে পারো...মাসি বললো তা বাবু আইজ্ঞে, সব কাজ পারি..রান্নাবান্না, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা...বাবু বললেন..থাক,  থাক সে সব না হয় তোমাকে গিন্নি মাই সব বলে দেবে...
পাকড়াশী বাবু বললেন তা এবার তোমার আইডি কার্ড দেখি...ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড...যেটা আছে দেখাও...মোক্ষদা মাসিও  সাথে সাথে বললো "কাগজ আমি দেখাবো না "...এটা শুনে পাকড়াশী বাবু প্রথমে একটু হতভম্ভ  হয়ে গেলেন...মনে মনে ভাবলেন "মাসি বলেটা কি.. তারপরই  তেলেবেগুনে জ্বলে উঠে বললেন..ইয়ার্কি পেয়েছো? ফাজলামি করার জায়গা পাও নি..কাজ করতে এসেছো ডকুমেন্ট দেখাবে না মানে ?  মানেটা কি? ...মোক্ষদা মাসি একটুও ঘাবড়ে না গিয়ে বললো "বাবু এইবারে আপনারে চিনছি...তাই তো কই চেনা চেনা লাগে কেন, আপনি আমাগো পাড়ার নেতা না..এই তো সেদিন মিটিংয়ে বললেন "কাগজ আমরা দেখাবো না"..আমি আবার হাততালিও  দিলাম...তারপর থেকে আমি আর কোনো হালারে কাগজ দেখাই না...তা বাবু আপ্নেই তো বললেন "কাগজ আমরা দেখাবো না"  তা আপ্নে  আবার কাগজ খোঁজেন কেন ? পাকড়াশী বাবু হতভম্ভ হয়ে বললেন...ওরে ওটা তো আমি এন.আর.সি নিয়ে বলেছি...তারপরেই চিৎকার করে দারোয়ানকে ডাকলেন..দারোয়ান.. দারোয়ান...দারোয়ান ও দৌড়াতে দৌড়াতে এসে বললো..বাবু আমায় ডাকছেন...পাকড়াশী বাবু বললেন..এই মাসি বিনা আইডি কার্ডে কি করে ভিতরে ঢুকলো...দারোয়ান বললো..বাবু ওই ভিডিও তা আমিও দেখেছি...লাইকও দিয়েছি...আর আপনার মিটিংও শুনেছি...হাততালিও দিয়েছি...আজকাল আর কেউ কারো কাছে কাগজ দেখতে চায় না...আর কেউ দেখাও না.... বাবু আমি কি কিছু ভুল করলাম...পাকড়াশী বাবু আর কিছু না বলে ঘরের ভিতর ঢুকে গেলেন...আর রাজনীতি করবেন কি না এখন উনি চিন্তা করছেন ....

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours