ইন্দ্রাণী সেন, সাংবাদিক, বাঁকুড়া:

জাতীয় ভোটার দিবসে পুরস্কৃত ছোটগোবিন্দপুর এস.এন পাঁজা হাইস্কুল। দেশের অনান্য অংশের সঙ্গে পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় এই বিশেষ দিনটি। সাধারণ মানুষকে নির্বাচন বিষয়ে সচেতন করতে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে স্থাপিত হয় নির্বাচনী ক্লাব। এই ক্লাবের সদস্যরা মূলত ঐ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাই। এছাড়া ও ঐ বিদ্যালয়ের শিক্ষক নোডাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে জেলাশাসক পর্যন্ত এই নির্বাচনী ক্লাবের সদস্যদের বিভিন্ন পাঠ দান করেন
উল্লেখ্য,1/9'/2018 ছোটগোবিন্দপুর হাইস্কুলে  এই নির্বাচনী ক্লাব গঠিত হয়। প্রতিনিয়ত এই ক্লাব ছাত্র শিক্ষক শিক্ষিকা সকলে একত্রিত হয়ে গণতন্ত্রকে মজবুত করার জন্য স্থানীয় এলাকায়  বিভিন্ন ধরনের নির্বাচনী কাজকর্ম করে থাকে। গত 6-10-2018 বাঁকুড়া জেলা শাসক ম ডক্টর উমাশঙ্কর এস  নির্বাচনী সাক্ষরতা ক্লাব পরিদর্শন করেন।  ইন্দাস সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় মানসী ভদ্র চক্রবর্তী জাতীয় ভোটার দিবসে বৃক্ষরোপণ  কর্মসূচিতে অংশগ্রহণ করেন।এলাকায়  ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে এই ক্লাবের সদস্যরা বিশেষ ভূমিকা পালন  করে থাকেন। এই নিরিখে বিদ্যালয়ের নোডাল অফিসার তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর  প্রসেনজিৎ সরকার কে বেস্ট অ্যাওয়ার্ড সাথে স্কুলকে বেস্ট লিটারেসি ক্লাব পুরস্কার  দেন মাননীয় চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় (আই এস আই)। স্কুলের এই সাফল্যে উচ্ছ্বসিত ছাত্র ছাত্রী থেকে এলাকাবাসী।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours