সাজিয়া আক্তার, ফিচার রাইটার, বাংলাদেশ:

স্কটল্যান্ডের ফোর্ফারশায়ারের অধিবাসী বৃদ্ধ অ্যালান হাত্তেল। গত তিন চার মাসে আত্মীয়দের কেউ তাকে ফোন করেনি। সম্প্রতি তিনি কবরস্থানে গিয়ে দেখতে পান, তার নামে একটি স্মৃতিফলক বসানো রয়েছে সেখানে।

নিজেই নিজের কবর আবিষ্কার ভীষণভাবে চমকে ওঠেন ৭৫ বছরের ঐ বৃদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে অ্যালানকে নিজেরই স্মৃতিফলক সংবলিত কবরের সামনে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে দেখা যায়। কবরস্থানে নিজের স্মৃতিফলক দেখার পর নিউ মন্টহিল সিমেট্রি সংস্থাকে অ্যালান বলেন, ‘এই স্মৃতিফলক আমার অজান্তেই তৈরি হয়েছে। আমি এখনও বেঁচে আছি। এখন আমি বুঝতে পারছি গত কয়েক মাস ধরে কেনো কেউ আমাকে ফোন করছে না।’
নিজের নামের ঐ স্মৃতিফলকটি কাপড় দিয়ে ঢেকে দেওয়ার অনুরোধ করেছেন তিনি। তার নামে কবরস্থানে স্মৃতিফলকটি কে বসিয়েছে তা জানা না গেলেও, অ্যালান অভিযোগ তুলেছেন তার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours