দি এডিটোরিয়াল ব্যুরো, দ্য অফনিউজ:

প্রকাশ্য ধর্মতলায় 'মোদী গো ব্যাক' প্ল্যাকার্ড হাতে বাংলাদেশী নাগরিক!

ছবি দুটি সত্য হলে তা দেশের পক্ষে উদ্বেগের। আপাতত এই সংক্রান্ত ছবি স্যোসাল মিডিয়াতে ট্রোল হয়েছে। ছবি অনুসারে ইনি নূর আলম শেখ। ফেসবুকের তথ্য অনুসারে ইনি বাংলাদেশের নাগরিক। ইনি 'মোদী গো ব্যাক' প্ল্যাকার্ড হাতে নিয়ে কলকাতার ধর্মতলার ছাত্র আন্দোলনে যোগ দেন তাঁরই বয়ান অনুসারে। এখানেই প্রশ্ন উঠে যায় তাঁর এক্তিয়ারের? এও আঙুল ওঠে, যাঁরা আন্দোলন সংগঠিত করছেন তাঁদের কি এই ঘটনার প্রতি একটুও দায়বদ্ধতা নেই? মোদী বিরোধীতায় আন্দোলনকারীরা এতই অন্ধ? এই ছবি যদি সত্যি হয় তাহলে আয়োজকরা কি সাফাই দেবেন?
স্যোসাল মিডিয়াতে অনেকেই বলছেন, এই ব্যক্তিটি এখনও এই দেশে থাকলে তাঁকে ভারত থেকে এই মূহুর্তে বের করে দেওয়া দরকার। আর যাঁদের প্রশ্রয়ে তিনি এটা করলেন তাঁদেরকেও দেশদ্রোহীতার অভিযোগে অবিলম্বে গ্রেফতার করা আবশ্যক বলে অনেকের অভিমত। তবে এই ব্যক্তিটি কলকাতার অরবিন্দ সেবা কেন্দ্রে চিকিৎসার জন্য এই দেশে এসেছিলেন বলে জানা গিয়েছে। এমনকি সায়েন্স সিটিতেও যান বলে খবরে প্রকাশ। ভারতের মাটিতে দাঁড়িয়ে তিনি এই প্ল্যাকার্ড ধরে কেনইবা আন্দোলনে যোগ দিলেন আর কি উদ্দেশ্যে কাদের সহযোগে এটা তিনি করতে পারলেন তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। (ছবিগুলো নেট থেকে সংগৃহীত। এর সত্যতা জানা সম্ভব হয়নি)। নিচের লিঙ্কটা দেখাই যেতে পারে।
https://www.facebook.com/profile.php?id=1025384287

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours