ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:

বর্গী সৈন্য শাম্ভোজীর  সন্ধানে  তল্লাস  করতে  থাকে!শাম্ভোজী  আত্মগোপন  করে, চুল  দাড়ি বৃদ্ধিতে মন  দেয়!দ্রুত  তাঁর  রূপ  পরিবর্তিত!তিনি  এখন  জটাজুটধারী  সন্ন্যাসী! তিনি  তখন  সাঁড়াষী  অাক্রমনে মাঝে! একদিকে নবাবী  সৈন্য তাঁকে  বর্গীরূপে  চিহ্নিত  অন্যদিকে  পেষোয়ারের  দৃষ্টিতে  ফেরারী  আসামী! শাম্ভোজীর  জীবনে  আবার  একটা  বাঁক  এলো!'ভাগোয়া-ঝান্ডা ' পুনঃপ্রতিষ্ঠিত  করার  স্বপ্নটা  ক্রমশঃ ঝাপসা  হতে  হতে  'না ' হয়ে  গেল!
         নিষ্ঠাবান  ব্রাক্ষ্মন  সন্তান তাঁর  ক্ষত্রিয়  পেষা  ত্যাগ  করে  হয়ে  গেলেন  কৌপীনধারী  সন্ন্যাসী - একমুঠিবাবা!দীর্ঘদিন  ছিলেন  ভ্রাম্যমান  সন্ন্যাসী!গৃহস্হতের  ঘরের  দরজায়  গুরুগম্ভীর  স্বরে  হাঁক  পাড়তেন " জয় শিবশম্ভু, জয়  ভবানী মাতা '! তাঁর  চাহিদা  দৈনিক  একমুঠি  ভিক্ষা! এইভাবে  ঘুরতে  ঘুরতে  একদিন  এসে  পৌঁছালেন  সোঁয়াই  গ্রামে!জায়গাটা  তাঁর  পছন্দ  হয়ে  গেল! গ্রামের  জমিদার  ব্রজেন্দ্র  নারায়ন  ভাদুড়ী  সজ্জন  ব্যাক্তি! সাচ্চা  ব্রাক্ষ্মন!তেঁতুল  গাছের  নীচে  পাকাপাকিভাবে  আস্তানা  গাড়লেন! নিষ্ঠাবান ব্রাক্ষ্মন বংশের  সন্তান  কৈশরে গ্রহন  করেছিলেন  ক্ষাত্রধর্ম - হয়েছিলেন  ভাষ্কর  পন্ডিতের  দক্ষিন হস্ত! কিন্তু  বর্গী সৈন্যদের অবক্ষয়  দেখে,পৈশাচিক  অত্যাচার  অবলোকন  করে  হয়ে  রূপান্তরতিত  হলেল সংসারত্যাগী  কৌপিনধারী  সন্ন্যাসীতে! (চলবে)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours