ইন্দ্রানী সেন, সাংবাদিক, বাঁকুড়া:

সারদা মায়ের জন্মতিথিতে মিনিইনডোর ইনডোর ইনডোর ইনডোর ইনডোর ইকো পার্ক ও বাঁধানো ঘাট উপহার পেল ইন্দাস শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ। রামকৃষ্ণ ভাবাদর্শে কয়েক বছর আগেই এই আশ্রমের পথ চলা শুরু হয়। গতকাল দেশজুড়ে সারদা মায়ের জন্মতিথি পালিত হলেও বৃহস্পতিবার এই উৎসব পালন করলেন ইন্দাস শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সদস্যরা। এদিন সেবাশ্রমের জন্য নবনির্মিত মিনি ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করেন ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে।টেবিল টেনিস সহ বিভিন্ন ধরনের অন্যান্য যে সমস্ত ইনডোর গেম আছে তা শীঘ্রই  চালু করা হবে বলে জানান সংঘের সদস্যরা। এছাড়াও ছোটদের খেলার জন্য ও বিশেষ ব্যবস্থা থাকবে।
ইন্দাস শ্রী রামকৃষ্ণ  সেবাশ্রম সংঘের পক্ষ থেকে শ্রী কালিপদর দত্ত বলেন," প্রতি বছর মায়ের জন্মতিথি বিশেষ ভাবে পালিত হয়। এছাড়াও জগদ্ধাত্রী পুজো ও স্থানীয় প্রান্তিক শিশুদের ও এই আশ্রমের পক্ষ থেকে পাঠদান করা হয়। বিধায়ক গুরুপদ মেটে বলেন, " এলাকার মানুষের চাহিদা মেনে বিধায়ক তহবিল থেকে কুড়ি লক্ষ টাকা ব্যায়ে এই ইনন্ডোর স্টেডিয়াম তৈরী করা হয়েছে। সাথে সাথেই পাঁচ লক্ষ টাকা ব্যায়ে ইকো পার্ক ও আশ্রম সংলগ্ন মায়ের ঘাট সংস্থার করা হয়েছে। এছাড়াও আকুই ইউনিয়ন হাইস্কুলে ও এই মিনি ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা রয়েছে ।" মায়ের জন্মতিথি উপলক্ষে শতাধিক মানুষ অন্নকূটে অংশ নেন।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours