ইন্দ্রানী সেন, সাংবাদিক, বাঁকুড়া:
শীতের শুরুতেই বাঁকুড়ার প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ালো জয়রামবাটী মাতৃমন্দির। বাঁকুড়ার তালড্যাংরা ব্লকের মলবনি, ঘাঘর, আসনবনি, টেংরাসোল গ্রামের ৩০০ জন প্রান্তিক মানুষকে একটি অনুষ্ঠানের মাধ্যমে মাতৃমন্দিরের পক্ষ থেকে স্বামী দেবলোকানন্দ মহারাজ ও ধ্যাননিষ্টানন্দজী মহারাজ বস্ত্র উপহার তুলেদেন।
মাতৃমন্দিরের এক স্বেচ্ছা সেবক শঙ্খ নারায়ণ মুখার্জী বলেন, "রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আমরা প্রতি বছর বিভিন্ন এলাকায় এই ধরনের কাজ করে থাকি। মিশনে আবেদনের ভিত্তিতে এই ধরনের কর্মসূচী পালিত হয়।" জয়রামবাটি মাতৃমন্দিরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ জন।






Post A Comment:
0 comments so far,add yours