শ্বেতা ঘোষ, ফিচার রাইটার, নৈহাটি, উত্তর ২৪ পরগনা:

দুর্ঘটনাজনিত কারণে বিপুল অঙ্কের ক্ষতিপূরণের রায় দিল দুর্গাপুর আদালত। শুক্রবারের এই রায়কে স্বাগত জানিয়ে আইনজীবী আয়ুব আনসারি বলেন, "এত বড় মাপের ক্ষতিপূরণ বিষয়ক নির্দেশ দুর্গাপুর আদালতে এই প্রথম। আক্ষরিক অর্থে এটি ঐতিহাসিক রায়।"
পুলিশ সূত্রে প্রকাশ, বিগত ২০১৪ সালের ১ ডিসেম্বর দুর্গাপুরের এক পথ দুর্ঘটনায় মারা যান সুলতান আনসারি ও রাজিয়া সুলতানা। ওই দম্পতি বাইক চেপে যাওয়ার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে স্থানীয় থানার তরফে দুর্গাপুর আদালতে একটি মামলা রুজু করা হয়। তারই সূত্র ধরে ওই আদালতের মোটর আক্সিডেন্ট ক্ষেত্রে ট্রাইব্যুনাল কোর্টে এই ক্ষতিপূরণের নির্দেশ দেয়। নির্দেশে বলা হয়েছে, মৃতের পোষ্টের ক্ষতিপূরণ দিতে হবে ১ কোটি ৪১ লক্ষ ৭৪ হাজার ৩৬৫ টাকা। এই অর্থ দিতে হবে ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানিকে।
ওই আইনজীবী মন্তব্য করেন, ক্ষতিপূরণ কখনও মৃত্যুর সমমর্যাদা হতে পারে না। তবে এই নির্দেশ পোষ্যদের কাছে সামাজিক স্বসম্মানের সমান বৈকি।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours