অমিতাভ চক্রবর্তী, বরিষ্ঠ বিশেষজ্ঞ, জনসংযোগ ও ব্রান্ডিং, দুর্গাপুর (মূল লেখক):

(লেখাটি অনুবাদ করেন দুর্গাপুরের লেখিকা সীমান্ত দাস)

সমগ্র বিশ্বের অর্থ জগতের একচ্ছত্র সম্রাট নিউইয়র্কের ওয়াল স্ট্রিট। ধন সাম্রাজ্যের এই ঠিকানা রাতারাতি যে ভোজবাজির ক্রিসমাস রজনী বনে যাবে তা আজও স্মরণে এলে শিহরিত হই। অগুন্তি মানব মানবীর জমায়েত অথচ কি অদ্ভূত রকমের শৃংখলা। যেন রূপকথার উৎসবে মুখর এক জনসমুদ্র কিন্তু অসৌজন্যের ছিটে ফোঁটা এতটুকু চিহ্ন চোখে পরে না।
বছরের শেষ সপ্তাহ মানেই এক অন্য অনুভূতি।ক্রিসমাস সেলিব্রেশনের আগেই আসে আমার প্রিয় স্ত্রী মালিনীর জন্মদিন। শীতের বরফে ঢাকা নিউইয়র্ক শহরে আগের বছর ২৩ তারিখ আমার জীবনের এক অনন্য দিন।
আমরা মালিনীর জন্মদিন নিউইয়র্কের ৫নং ওয়াল স্ট্রীটের বিখ্যাত জাপানি রেস্টুরেন্টে পালন করবো বলে যখন এলাম, তখন সেই জায়গায় ভিড়ে ঠাসা।গোটা নিউইয়র্ক শহর ও শহরতলীর মানুষ যেন রাস্তায় নেমে পরেছেন তাদের প্রিয় যিশুর জন্মদিন উৎযাপন করার জন্যে। কিছুক্ষনের মধ্যেই সান্তা তার ঝোলা কাঁধে ঢুকে পরবে খুশির উপহার নিয়ে। বরফে মোড়া শীতের ক্রিসমাস ও নিউইয়র্কের সুশৃঙ্খল মানুষ নিজেদের মধ্যেই আনন্দে মসগুল। কোথাও নেই কোনো মালিন‍্য। যেন আনন্দের জোয়ারে ভেসে যাওয়ায় তাদের উদ্দেশ্য।
জাপানি কাটসুকারী আর জাপানি কাটসু কাটলেট আহারের সাথে মালিনীর এই বিশেষ দিন যেন সকল নিউইয়র্কবাসীই সেলিব্রেট করছে মনে হল।
আগের বছরের ঐ সুন্দর অভিজ্ঞতা তোমাদের সাথে ভাগ করে নিলাম।
সাথে রইলো ক্রিসমাসের শুভেচ্ছা আমার সকল বন্ধুদের জন্যে।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours