অঙ্কিতা ভট্টাচার্য, ফিচার রাইটার, পূর্ব বর্ধমান:

(তোমাদের মুখ ও মুখোশ!)

আমার দাবি আমার পিতৃ পরিচয় ও মাতৃ পরিচয়। কোন মেয়ে তার নিজের সম্মান হানি করে এই ধরনের দাবি করে না সাধারণত।আমার কোন প্রকার কোন উদ্দেশ্য নেই আমাদের ভারত দেশের সাংসদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনার, কিন্তু কি করব আমি নিরুপায় হয়ে, আমি আমার দাবি সমাজের কাছে তুলে ধরেছি। আর তাছাড়া সত্যকথা কোনভাবে চাপা দেওয়া যায় না। আমি এটাও জানি আমার মা তসলিমা নাসরিন একজন নারীবাদী। উনার অনেক সম্মান আছে। এখানে আমার কোন প্রকার উদ্দেশ্য নেই আমি আমার মায়ের সম্মান হানি করার। ছোট অবস্থায় আমার যখন জ্ঞান হয় তখন বাবা হিসেবে আমি জর্জ বেকার কেই জানতাম। আমার যদি অসৎ উদ্দেশ্য থাকত, আমি রাতারাতি বিখ্যাত হবার প্রচেষ্টায় থাকতাম তাহলে আমি জর্জ বেকার কে পিতা হিসেবে দাবি কেন করবো? আমাদের ভারত দেশের আরও তো অনেক সম্মানীয় ব্যক্তি আছেন, তাদের মধ্যে যেকোনো একজনের কাছে পিতৃপরিচয় তো দাবী করিনি!!পিতা হিসেবে আমি জর্জ বেকার কেই দাবি করছি কেন এটা হতো সমাজে থাকা সাধারণ জনগণকে ভাবতে হবে, বুঝতে হবে। আমি আমার জন্মদাত্রী মা হিসাবের তসলিমা নাসরিনের কাছেই মাতৃ পরিচয় দাবি করছি।
তসলিমা নাসরিন ছাড়া আরো অনেক সম্মানীয় মহিলা তো আছেন। উনাদের কাছে তো আমি মাতৃ পরিচয় দাবী করিনি। এর তো কিছু কারণ আছে।আমার দাবী যদি মিথ্যা হত তাহলে আমার জন্মদাতা পিতা জর্জ বেকার কি এইভাবে নীরবতা পালন করতেন? যদিও আমার জন্মদাতা পিতা সমাজের একজন বিশিষ্ট ভদ্রলোক, একজন অভিনেতা, একজন সাংসদ এবং একজন ধনী ব্যক্তি। উনিতো আমার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা  নিতে পারেন। অপরদিকে আমার জন্মদাত্রী মা তসলিমা নাসরিন নারীবাদী, প্রতিবাদী মহিলা। আমি জানি তুমি পুরুষ মানুষের নারীদের প্রতি অত্যাচারে সরব হয়ে ওঠেন। একপ্রকার পিছনে পড়ে যান। তাহলে আজ আমার জন্মদাত্রী মা তসলিমা নাসরিন কোথায়? ওনার কন্ঠস্বর তো শুনতেই পাওয়া যাচ্ছে না। আমার জন্মদাত্রী মা তসলিমা নাসরিন একপ্রকার মৌন নিয়েছেন কেন? এই মৌনতার রহস্য কি? এই মৌনতার পিছনে কি কোন গোপন রহস্য আছে? হঠাৎ করে আমার মতো একজন অসহায় মেয়ের মাতৃ পরিচয়ের দাবিতে উনি কি তাহলে মৌনতা অবলম্বন করলেন?আমার জন্ম যখন দিয়েছেন ও লালন-পালন করে যখন বড় করে তুলেছেন তখন আমাকে পিতৃ ও মাতৃ পরিচয় দেওয়া তো উনাদের কর্তব্য।যদি তা না দেন তাহলে আমাকে ডি এন এ পরীক্ষার মাধ্যমে আমার জন্মদাতা পিতা ও জন্মদাত্রী মা তসলিমা নাসরিনের পিতৃ ও মাতৃ পরিচয় নিতে হবে। আমারতো দাবি একটাই। পিতৃ ও মাতৃ পরিচয়।এই পিতৃ ও মাতৃ পরিচয় যেকোনো মানুষের জন্মগত অধিকার। যে কোন মানুষ আমার স্থানে নিজেদের রেখে  এই বিষয়ে ভাবলেই বুঝতে পারবেন যে পিতৃ ও মাতৃ পরিচয় একটি মানুষের কত বড় সম্পদ। (ক্রমশ)

(প্রতিবেদনের যাবতীয় দায় লেখিকার)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours