ইন্দ্রানী সেন, সাংবাদিক, বাঁকুড়া:

এলাকায় স্বাস্থ্য পরিষেবায় গতি আনতে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স প্রদান করলেন মন্ত্রী। বাঁকুড়ার ২৫৬-কোতুলপুর বিধানসভার বিধায়ক  উন্নয়ন তহবিল থেকে শুক্রবার একটি অনুষ্ঠানের মাধ্যমে কোতুলপুর থানাকে  অক্সিজেন পরিসেবা যুক্ত ঐ অ্যাম্বুলেন্সটি তুলে দেওয়া হয়।

এলাকার বিধায়ক তথা মন্ত্রী শ্যামল সাঁতরার কথায়,"প্রতিটি মানুষের নিকট আজ এই পরিষেবা উন্মুক্ত করা হলো। এতদিন পর্যন্ত এলাকায় এই ধরনের অ্যাম্বুলেন্স ছিল না। সাধারণ মানুষের সুবিধার জন্যই এই উদ্যোগ"।
ভবিষ্যতে এলাকায় চিকিৎসা পরিষেবায় গতি আনতে বিভিন্ন কর্মসূচি ও নেওয়া হয়েছে বলে তিনি জানান। থানায় অ্যাম্বুলেন্স দেওয়ার কারন জানতে চাইলে তিনি বলেন," পুলিশ প্রশাসন সর্ব প্রথম  মানুষের জন্য পরিষেবা দিতে  এগিয়ে আসে। নিরাপত্তা থেকে নিয়মনুবর্তিতা সব কিছুই ওনাদের হাতে। তাই থানার বড়বাবু রাজীব কুমার পালের  হাতেই এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয়। এলাকার মানুষ তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। দিনরাত্রির যে কোন সময় ফোন করলে সাধারণ মানুষ এই পরিষেবা পাবেন বলে কোতুলপুর থানা সূত্রের খবর।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours