ভবানীপ্রসাদ ভট্টাচার্য্য ফিচার রাইটার দুর্গাপুরঃ

 আজ  গোধুলী  লগ্নে  হটার  বিবাহ! তিজলহাটি  থেকে  একুশ জন  বরযাত্রী    আসছেন ! সাথে  সপুত্র  সেখানকার  জমিদার  মিত্র  মশাই  এসেছেন!বরযাত্রীদের  থাকার  ব্যবস্হা  হয়েছে  জমিদার  বাড়ীতে! তারাপ্রসন্নবাবু  স্বেচ্ছায়  সেই  দ্বায়িত্ব নিয়েছেন!
ইতিমধ্যে  গ্রামের  অতিথি  ও গন্যমান্য ব্যক্তিরা  প্রায়  সবাই  এসে পড়েছেন!কিন্তু  কি  অশ্চর্য  বড়বাড়ী, যেখানে  বরযাত্রীদের  আপ্যায়নের  ব্যবস্হা করা  হয়েছে ! সেই  বাড়ীর  কর্তা  তারাচরনবাবু  বা তারা বৌঠান  কেউ  আসেন  নি! এমন  কি  শুভ  প্রসন্ন  যার  ওপর  রূপেন্দ্র  অনেকখানি  ভরসা  করেছিল, সেও  সারাদিনে  একবারও  আসেনি!
     
 মালতী  শিবনাথকে  ওই  বাড়ীতে  খোঁজ  নিতে  পাঠিয়ে  জানতে  পারল,দুরদেশে  এক  আত্মীয়  মারা  গেছে  তাই  মৃতাশৌচ  চলছে  ! সেই  কারনে  শুভ কাজে  অংশ  নিতে  পারবেন  না!
         গোধূলী  লগ্ন  প্রায়  আসন্ন! যে  কোন  মূহূর্তে  বরযাত্রীরা  এসে  পড়বেন!বর  আসছে  ঘোড়ায়  চড়ে, বরযাত্রীরা  পদব্রজে! তারাপ্রসন্ন  বরকর্তার  জন্য  পালকীর  ব্যাবস্হা করতে  চেয়েছিলেন, কিন্তু  ঘোষাল মশাই  তা সবিনয়ে প্রত্যাখান  করেছেন!
          তারাপ্রসন্ন  না  আসায়  উৎকন্ঠিত  রূপেন্দ্র  জীবনকে  বললেন, " আমার  কি  নিমন্ত্রনের  কোন  ত্রুটি  হয়েছে? যাও  তুমি  একবার  খোঁজ  নিয়ে  এসো!"
         জীবন  একই  খবর  নিয়ে  এলো!চমকে  উঠলো রূপেন্দ্র, মৃতাশৌচ? তাহলে  কাশী  থেকে  কোন  দুঃসংবাদ  আসেনি  তো?
      একটু  পরেই  সোরগোল  উঠলো  ' বর এসেছে, বর  এসেছে, বেজে  উঠলো  শঙ্খ  ও উলুধ্বনী '
        হন্তদন্ত  হয়ে  অভ্যর্থনার  জন্য  প্রবেশদ্বারের  দিকে  এগিয়ে  গেলেন  রূপেন্দ্র...
( চলবে)




Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours