নাজমীন মর্তুজা, লেখক ও গবেষক, অ্যাডিলেড, অস্ট্রেলিয়া:

অনুভূতিতে প্রেম
যেন নিকোশিত হেম

পানিতে আমার জন্ম
পানিতে আমার জীবন

আব্বার ইচ্ছার মধ্যে যে - অনন্তের সজল প্রবাহ
আমি সেখানে শিশুর মত সাঁতার কেটেছি
মাছের মত বাস করেছি আম্মার মধ্যে । 

এই হলো মনুষ্য দর্শন ! কোথায় পড়েছিলাম লাইন গুলো যেন , ঠিক মনে করতে পারছি না , তবে এই মনুষ্য জন্মের উৎস বিস্মৃতি নিয়ে অনেকেই গবেষণা করেছেন , এদের মধ্যে জনাব ইষ্টিফেন হকিংস  মহাশয়ের কাছে জেনেছিলাম -
সেই আদি কালে বিকট আওয়াজ করে নিখিলের ডিম্বটি ফেটে যাওয়ার কারণে , মহাকাল সময়ের ভেতরে জন্মলাভ করেছিল।
 এমন সব বাল্য কল্পকাহিনী শুনে বাল্যকাল আমারও কেটে গেছে মহাআনন্দে।

সৃষ্টির রহস্য এখন খোলাসা করেছে বিজ্ঞান , আকার ও ইকারের ভেদ ঝর ঝর করে ঝড়ছে কবিতায় ও গানে ।  কিছুটা শব্দের জালে ভীষণ  গোপনীয় হেফাজতে রেখে দিয়েছেন সাধুগণ  বাক্যের ভেতরে।
এ সব বড় জটিল আমার গোবর মস্তকে ধারণ করা সম্ভব নয়!
এতকিছুর উপলব্ধিতে আমার কেবল মানুষ দেখার বড় বেশী সাধ জানে, প্রকাশ্যে ও গোপনে । মানুষ আবিষ্কারের চেষ্টা করি বহুদিন , কিন্তু মানুষের সাথে আমার দেখা হয় না। আলাদিনের চেরাগ থেকে গাঁজার কল্কির মুখ কতবার চেপে রেখেছি কিছু বুঝিনি । অবশেষে শহরবানুর আয়না কিনেছি ভেল্কি আয়না , মানুষ দেখবো বলে ।  কিন্তু না মানুষের সন্ধান মেলে না শুধু নিজেকে দেখি, মানুষ দেখি না।
আমি নিখিলের দৃশ্য দেখি , উদয় ও বিলয়ের মাঝখানে জাগতে চাই , জাগতে পারি না। আমার দৃষ্টি নাই , আমি অন্ধ কি করে দেখা পাবো। 
আমার ঘোর লাগা জীবনে প্রেম নিয়ে মহা ধন্দে পরে আছি।

মাঝে মাঝে মনে হয় প্রেম নিয়ে প্রবন্ধ লেখবার সময় এসেছে।
"প্রেম"
এখনকার সময় গুলোতে প্রেমের সোজাসাপ্টা সংজ্ঞা - জীবন যেমন নাটকের অংশ , নারী মাত্রই প্রেমিকা , আর  মানুষ মাত্রই প্রেমিক। প্রেম ছাড়া পৃথিবী নেই সৃষ্টি নেই, প্রেমই জগৎ
এর পরেও কথা থেকে যায়! 
অনেকের অনেক যুক্তি ও তর্ক কত কথা ইনিয়ে বিনিয়ে , কত গান কত পদ্য , নিজের বিজ্ঞাপনের ভাষাকে কত সস্তায় বিক্রি করছে মানুষ।
নিগূর প্রেমের নাই যে কোন দেখা।
মানুষের ভার্চুয়াল প্রেমে কিসের জন্য এত ছুটে চলা ... না না নেই তো এখন অন্নপূর্ণা ,সীতা , লক্ষ্মী , স্বরস্বতী , এখন টুথপেষ্টের বিজ্ঞাপনে হাসি ঝুলিয়ে আছে সব চকোলেটময়ী। 
কে বুঝিবে প্রেম কি?
প্রেমে কি ধন মেলে।

"ও মোন কাঁপিয়া ওঠো কাঁপো
সমগ্র অতীত আসিতেছে
মুহুর্তরে একটি অক্ষে দেখো
দেশকাল পাত্র ভাসিতেছে "
এই নিয়ে চলছে জীবন , জীবনের সাথে জড়িত সকল সম্পর্ক গুলো..."


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours