Utshob
ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুুরঃ

         পশ্চিম বর্ধমান  জেলার  একটি  বর্ধিষ্নু  গ্রাম  উখরা! এই  গ্রামের  প্রতিষ্ঠাতা  মেহেরচাঁদ  মতান্তরে  মেরুচাঁদ  হান্ডা! তিনি  ভাগ্যান্বেষনে  সুদুর  পাঞ্জাবের  লাহোর  থেকে  মুর্শিদাবাদে  চলে  আসেন! দ্রুত  তৎকালীন বাংলার  নবাব  আলীবর্দী খাঁর অত্যন্ত বিশ্বাস  ভাজন  হয়ে  ওঠেন! আলীবর্দী খাঁ তাঁকে  উখরা  স্টেটের  জমিদারী  সস্ত্ব  দান  করেন! গ্রামের  নাম  'উখরা ' হওয়ার  কারন! একটা  সময়  এই  এলাকাটি  আগাছায়  পূর্ন  ছিল! আগাছা পরিস্কার ( ওখাড়ে) জনপদ  স্হাপিত  হয়! তাই  গ্রামের  নামকরন  হয় ' ওখড়া' পরে অপভ্রংশ  হয়ে  ' উখড়া ' বা  উখরায়  পরিনত  হয়!
          মেহেরচাঁদ হান্ডা  জমিদারী  পত্তনের  সাথে  সাথেই ১১৪৭  খ্রীষ্টাব্দে কূলদেবতা  শ্রী  শ্রী  রামচন্দ্রজীউর  মন্দির  নির্মান  করে বিগ্রহ  প্রতিষ্ঠা  করেন!  তাঁর  মৃত্যুর  পর  তাঁর  পুত্র  বক্তার  সিংহ হান্ডা ( যাঁর  নামানুসারে  বক্তার নগর  দিলা পত্তন  হয়)শ্রী  শ্রী রামচন্দ্রজিউর  পাশে  শ্রী  শ্রী  গোপীনাথজিউর  মন্দির  ও বিগ্রহ  প্রতিষ্ঠা  করেন! দুটি  মন্দিরই  অপূর্ব  কারূকার্য  সমন্বিত!  দুটি  মন্দির  পঞ্চরত্ন রীতিতে অপূর্ব  টেরাকোটার ভাষ্কর্যে সমৃদ্ধ !  
          
         আজ  জমিদারী  না  থাকলেও হান্ডা  পরিবারের  একটি  ট্রাষ্টিবোর্ড  শ্রীশ্রী  রামচন্দ্রজীউ ও শ্রীশ্রী  গোপীনাথজিউর নিত্য  বুঝতে সহ  উৎসবগুলি  পরিচালনা  করে! আজও  শ্রীকৃষ্নপ্রেমের উৎসব  'রাস '-এ  উখরায়  হাজার  হাজার  মানুষ  উপস্হিত  হয়! কয়েকটা  দিনের  জন্য  উখরার  জমিদার  পরিবার  অতীতের  গৌরবজ্বল  অধ্যায়ে স্বপ্নমাখা  দিনগুলি  ফিরে  পায়! উৎসবে  মাতে  উখরা  গ্রাম  সহ  পার্শ্ববর্তী  এলাকা!

   একটা  সময়  উখরা  স্টেটের  দোল উৎসব ,ঝুলন  ও রাসের  প্রভুত  খ্যতি ছিল! দুর দুরান্তের  মানুষ উখরায়  দোল  উৎসবে  সমবেত  হতো, ঝুলন  ও রাস  উৎসব  দেখতে  আসতো! জন্মাষ্টমীও জাঁকজমক  সহকারে  পালিত  হ'তো! 
      মন্দিরের  প্রবেশদ্বারের  দুই  পাশে  অনুপম  স্হাপত্যের  দোলমঞ্চ  ও রাসমঞ্চ!
মেহেরচাঁদের  কন্যা  বিষনকুমারী ছিলেন   গোপীনাথজিউের ভক্ত!  সর্বগুনসমন্বিতা বিষনকুমারী  কৃষ্নের  ভজন  গাইতেন! রাস  উৎসবে  তিনি  নিজে  রাধা কৃষ্নকে  সাজাতেন!তাঁর  সাথে  বর্ধমানের  মহারাজা  ত্রিলেকচাঁদের  বিবাহ হয়!


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours