ভবানীপ্রসাদ ভট্টাচার্য্য, ফিচার রাইটার, দুর্গাপুরঃ  দুর্গাপুর  মহকুমার  বামুনাড়া  গ্রামের  ভট্টাচার্য্য  পরিবারের  কুলদেবী  সিংহ বাহিনী!পাকা  মন্দিরে  দেবীর  অধিষ্ঠান  প্রায়  পাঁচ'শ  বছর  পূর্বে  ভট্টাচার্য্য  পরিবারের  বক্রনাথ  ভট্টাচার্য্য  কুলদেবীর  প্রতিষ্ঠা  করেন! শুধু  কুলদেবী  সিংহবাহিনী  নয়, মন্দিরে  তিনটি  শিবলিঙ্গ ও প্রতিষ্ঠা  করা  হয়! এর একটি  নিজ  নামে  অন্য  একটি  পিতা  চন্দ্রেশ্বরের  নামে !
      এই  পরিবার  নিকটবর্তী  খাঁটপুকুর  গ্রামের জমিদার  ছিলেন! এই  পরিবারের  প্রকৃত  পদবী ' বন্দ্যোপাধ্যায় ' বর্ধমানের  মহারাজের  নিকট  প্রাপ্ত  পদবী  ' ভট্টাচার্য্য '!
       
     ভট্টাচার্য্য  পরিবারের  কুলদেবী  সিংহবাহিনী ! পাকা  মন্দিরে  অষ্টধাতুর  মূর্তি  নিত্য  পুজো  হতো! প্রচুর  স্বর্নালঙ্কার  ছিল! তিনি তিন বার  মন্দিরে  চুরি  হয়! অষ্টধাতুর  মূর্তিসহ  দেবীর  সমস্ত  অলঙ্কার  চুরি  যাওয়ায়  বর্তমানে  একটি  পিতলের  মূর্তিতে  পূজা  হয়!
        কিন্তু  একটি  বিষয়  বিষ্ময়ের  সৃষ্টি  করে! স্হানীয়  জমিদার  হওয়া  সত্বেও, দুর্গাপুজো চারদিন  কোন  বিশেষ  ব্যবস্হা  নেই! গতানুগতিক  নিত্যপুজা  হয়!
          অনুমান  করা  হয়, সম্ভবতঃ পুর্বে  দুর্গাপুজো  চারদিন  ঘটা  করে  পুজা  কুলদেবী  সিংহবাহিনীর  পুজা  ভট্টাচার্য্য  পরিবারে  হতো! কোন  দুর্ঘটনার  কারনে! এই  পুজা  বন্ধ  হয়ে  যায়! এখন  শুধুই  নিত্য পূজা  হয়!


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours