ভবানীপ্রসাদ ভট্টাচার্য্য, ফিচার রাইটার, দুর্গাপুরঃ
গঙ্গার তীরে দক্ষিনেশ্বরের মা ভতারিনীর অনতিদুরে দক্ষিনেশ্বরের প্রথিতযশা পন্ডিত প্রান বল্লভ বাচস্পতি প্রায় সাড়ে চার'শ বছর পূর্বে পত্তন করেন দুর্গাপুজা! প্রান বল্লভ বাচস্পতির প্রকৃত পদবী ' চট্টোপাধ্যায় '! অধাধ পান্ডিত্যের জন্য 'বাচস্পতি ' উপাধি পান!
দক্ষিনেশ্বরের চট্টোপাধ্যায় পরিবারের পুজো শুরু হয় প্রতিপদে নবরাত্রি পুজো হয়! পূর্বে অষ্টমীর সন্ধিক্ষনে ও নবমীতে ছাগ বলি হলেও বর্তমানে পশু বলি বন্ধ পরিবর্তে চালকুমড়ো বলি দেওয়া হয়! নবমীতে থাকে পংতি ভোজের আয়োজন! পরিবারের বর্তমান সেবাইতদের দাবী স্বয়ং রামকৃষ্নদেব প্রতি বছর নবমীতে চট্টোপাধ্যায় পরিবারের পুজোয় নবমীতে প্রসাদ গ্রহন করতেন!
এই পরিবারের একটি প্রথা আছে! কোন অব্রাক্ষ্মন পুজোর কোন অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না!এমনকি পরিবারের কোন ছেলে বা মেয়ে অব্রাক্ষ্মনকে বিয়ে তাহলে তারাও পুজোয় ব্রাত্য হয়ে যাবে!
এই পরিবারের সদস্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন, ন'দিন পুজার পর দশমীতে দেবীর প্রতিমা বিষর্জনের পূর্বে পরিবারের মেয়ে বৌ সকলে মিলে দেবী বরনের সাথে সিঁদুর খেলায় মেতে ওঠে! বিসর্জন করার জন্য প্রতিমা কাঁধে করে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়, এরপর গঙ্গায় নৌকায় ঘোরানোর পর বিসর্জন করা হয়! এই নিয়ম চলে আসছে সাড়ে চার'শ বছর ধরে!
পড়লাম। ভালো লাগলো।
ReplyDeleteখুব সুন্দর হয়েছে।
ReplyDeleteখুব সুন্দর হয়েছে।
ReplyDelete