গৌতম দাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, রাজ্য আবগারি দফতর ও লেখক, কলকাতা:

"এসো মা লক্ষ্মী বোসো ঘরে, আমারই ঘরে আলো করে"...আকাশে উজ্জ্বল পেতলের থালার মতো গোল কোজাগরী পূর্ণিমার চাঁদ আর মর্ত্যৈর ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা, সন্ধ্যা থেকে শুরু করে রাত জেগে মহা ধুমধাম অথচ নিঃশব্দে কোজাগরী লক্ষ্মীপুজো হয় প্রায় প্রতিটি বাঙালীর ঘরে ঘরে, কিন্তু এই কোজাগরী শব্দের অর্থ কি?
শরৎকালের পূর্ণিমার রাত ই হলো বছরের সবচেয়ে উজ্জ্বলতম রাত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই রাতেই ধন-সম্পদ, প্রাচুর্য ও সমৃদ্ধির দেবী মা লক্ষ্মী বিষ্ণুলোক থেকে পৃথিবীতে নেমে আসেন এবং ভক্তদের দুয়ারে দুয়ারে গিয়ে “কে জেগে আছ?” এই প্রশ্ন করেন, যে সেই রাতে নিষ্ঠার সাথে দেবী লক্ষ্মীর পূজো করে জেগে থাকে, অর্থাৎ দেবী যার বা যাদের কাছ থেকে সাড়া পান তার গৃহে প্রবেশ করেন আর সুখ-স্বাচ্ছন্দ্য প্রদান করেন। কোজাগর বা কোজাগরী শব্দের আক্ষরিক অর্থ “কে জেগে আছ?”....                                            আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথিকে কোজাগরী পূর্ণিমা আর এইদিনে অনুষ্ঠিত লক্ষ্মীপূজাকে কোজাগরী লক্ষ্মীপূজা বলে অভিহিত করা হয়।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours