মুনিয়া মনি, ফিচার রাইটার ও লেকচারার, বাংলাদেশ:

এই ছবিটা আমাকে শান্তিমতন ঘুমাতে দিচ্ছে না...  
আমি বরাবরই বাপ পাগলি মেয়ে...বাবাদের তো কাঁদতে নেই বাবা...
আবরার আমার ভাইয়ের বয়সী.... আমার ভাইয়ের নাম ফাহিদ,আমি আর ভাবতে পারি না...ওকে কত্ত যে আপন মনে হচ্ছে.....যেন ও আমারই আরেকটা ভাই ছিলো,মায়ের পেটে আমরা জড়াজড়ি করে ছিলাম....
আবরারের একমাত্র ছোট ভাই ফাইয়াজের কিছু কথা,স্ট্যাটাস দেখলাম,ছেলেটা কত্ত ছোট...  আমার স্টুডেন্টদের বয়সী,এই একটা ঘটনা ওকে হঠাত করে অনেক বড় করে তুলেছে....ও কিভাবে পারছে আমি জানি না,আমারও একটা মাত্র ভাই,আমি বুঝি পরিবারে দুটো সন্তান থাকলে তাদের পারস্পারিক বন্ধন কেমন হয়,একজন আরেকজনকে ছাড়া কতোটা অসহায়! ও বাকিটা জীবন বাবা মার একমাত্র ছেলে হয়ে থাকবে,এর চেয়ে কষ্ট আর হয় না.....

আমার একটা স্টুডেন্ট আছে,নাম সিফাত"আমার দেখা সেরা বিনয়ী ছেলেদের তালিকায় সিফাত একদম প্রথম সারির ছেলে,দেখতে অনেকটাই ফাইয়াজের মতো....
ফাইয়াজের মুখটা যতবার দেখছি আমার সিফাতের কথা মনে হচ্ছে,আমি যেন ফাইয়াজের  পাঁজর ভাঙার শব্দ শুনতে পাচ্ছি.....

আবরারের মায়ের চোখের দিকে তাকানোর সাহস আমার হয় নি.....

এই বাবা মা ভাই কি পারবে আর কোনোদিন শান্তিতে ঘুমাতে যেতে! পারবে সুন্দর একটা সকালের সূচনা করতে!!! তাদের ছোট ছেলেটাকে তারা কোন ভরসায় ঢাকায় পাঠাবে!!!! 
কারো কাছে কি জবাব আছে????

আমি রাজনীতির কিচ্ছু বুঝিনা,শুধু জীবন বুঝি.....
নিজ দল- স্বার্থ  ত্যাগ করে এই অসহায় বাবাটার কথা একবার ভাবুন,তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছোট ছেলেটার নিরাপত্তার কথা একবার ভাবুন....
ইতিমধ্যে তার জন্য হুমকি চলে আসছে

আমি বুঝিনা, ওইসব অমানুষেরা কি কোনো মায়ের সন্তান না!!!! কিভাবে পারে তারা!!!

সত্যি খুব কষ্ট পাচ্ছি, আবরারের জন্য একটা রোজা রাখতে চাই.....  খুব কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভাইটা আমার, পরকালে আল্লাহ যেন তাকে শান্তিতে রাখেন.....


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours