ভবানীপ্রসাদ ভট্টাচার্য্য, ফিচার রাইটার, দুর্গাপুরঃ বহুরঙ্গে ভরা বঙ্গভূমি! বঙ্গজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ উৎসব! আর সেরার সেরা উৎসব ' দুর্গোৎসব 'আর সেই দুর্গাপুজোকে কেন্দ্র কত বৈচিত্র! পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের আকন্দারা একটি গ্রাম! হিন্দু - মুসলিম সম্প্রদায়ের শান্তিপুর্ন সহবস্হান! এই গ্রামে প্রায় সব দেব দেবীর পুজো হয়! আছে পাকা মন্দির! কিন্তু এখানেই একটি 'নিমগাছ' কে দেবী দুর্গাঞ্জানে পুজো করা হয়! হয় নিত্য পুজা!
এই অদ্ভুত পুজো সম্পর্কে গ্রামের কিরিটি মোহন রায় জানালেন, আকন্দারা গ্রাম থেকে দু কিঃমিঃদুরে ভগবানপুর নামে একটি গ্রাম ছিল! শুড়ি, মুসলিম ও গোয়ালা অধ্যুষিত গ্রামের জমিদার ছিলেন নিমি রায় (মূল নাম সম্ভবতঃ নিমাই রায়)! সেখানে তিনি দুর্গপুজো করতেন! কোন কারনে তিনি আকন্দারা গ্রামে এসে স্হায়ী ভাবে বসবাস শুরু করেন! কিন্তু সংঘাত বাধে স্হানীয় জমিদার গুরুচরন রায়ের সায়ে! নিমি রায় অপুত্রক ছিলেন! তাঁর এক (কনিষ্ঠা)কন্যার বিবাহ হয় আড়রা গ্রামে! জ্যেষ্ঠা কন্যার বিয়ে হয় বাঁকুড়া জেলার শালতোড়া থানার পাবয়া গ্রামে! কিন্তু নিমি রায়ের জীবদ্দশায় তাঁর ছোট মেয়ে মারা যাওয়ায় তার সন্তানরা নিমি রায়ের ত্যক্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়!
পাবয়া গ্রাম থেকে এসে প্রতিমা তৈরী করিয়ে পুজো করার অসুবিধার কারনে একটি নিম গাছকে দুর্গামাতা ঞ্জানে পুজো শুরু হয়! প্রথম দিকে পুজো চারদিন সাড়ম্বরে নিমগাছটির পুজো হতো! ছাগ বলি দেওয়া হতো এবং পংতি ভোজের আয়োজন করা হতো!
পরবর্তী কালে আড়রা গ্রামের নিমি রায়ের দৌহিত্রদের কিছু সম্পত্তি দানের বিনিময়ে দুর্গাপুজোর দ্বায়িত্ব দেয় পাবয়ার দৌহিত্ররা! কিন্তু এখন প্রতিবছর শুধু নবমীর দিন নিমগাছ পুজো হয়! ছাগ বলি বর্তমানে বন্ধ! তবে দেবীকে অন্ন ও পরমান্ন ভোগ দেওয়া হয়!
Post A Comment:
0 comments so far,add yours