ভবানীপ্রসাদ ভট্টাচার্য্য ফিচার রাইটার দুর্গাপুরঃ    কাঁকসার  মলানদিঘী  গ্রামের  ঘটকবাড়ীর  প্রতিমা  শুধু  ব্যতিক্রমী  নয়, বৈচিত্রপুর্ন! পুজোটি  ' ঘটক  বাড়ীর ' পুজো  নামে  খ্যাত  হলেও  সেবাইতদের  পদবী  ভট্টাচার্য্য! এই  পরিবারের  পূর্বপুরুষরা  প্রায়  সকলেই  পন্ডিত  ছিলেন! বাড়ী  সংস্কৃত  টোল  ছিল! বর্তমানে  দেবীর পুজা  হয়  পূর্বের  টোলেই!  
        প্রায়  সাড়ে  চার'শ বছর  পূর্বে  এই  পুজার  পত্তন  হয়! প্রতিমার  বৈশিষ্ঠ, এখানে  মা  দুর্গার  পৃত্রকন্যারা  অনুপস্হিত! এক চালার  প্রতিমা! নেই  কার্তিক, গনেশ  , লক্ষ্মী, সরস্বতী! পরিবর্তে  মায়ের  দুপাশে  জয়া ও বিজয়া! এখানে  সিংহের  বর্ন  সাদা! এমন  প্রতিমা নির্মানের  কারন  ব্যাখ্যা  করলেন  বর্তমান  সেবাইতরা ! যখন  মা  দুর্গা  মহিষসুরকে  বধ  করেন  তখন  তাঁর  পুত্র কন্যারা  ছিলেন  না, আর  সেই  সময়  হিমালয়ের  সিংহের  রঙ  ছিল  সাদা  অর্থাৎ  শ্বেত  সিংহ  তাই  এখানে  দেবীর  এরূপ  প্রতিমায়  পুজা  করা  হয়!
         পূর্বে  সপ্তমী, অষ্টমীর  সন্ধিক্ষন  ও নবমীতে  ছাগ  বলি  দেওয়া  হতো! এবং  যে  ছাগগুলি  বলি  দেওয়া  হতো  সেগুলি  বাড়ীতে  লালন  পালন  করতে  হতো!    প্রায়  পঞ্চাশ  বছর  পূর্বে  এই  পরিবারের  বিশ্বনাথ  তর্কতীর্থ  পশু বলি  বন্ধ  করে  দেন! বর্তমানে  চাল কুমড়ো বলি  হয়!
             এই  পুজোটি  পুর্বে  অজয় নদের  তীরবর্তী  নবগ্রামে  প্রতিষ্ঠিত  হয়! পরে  মলানদিঘীতে  পুনঃ  প্রতিষ্ঠা  করা  হয়!
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours