ইন্দ্রাণী সেন, সংবাদদাতা, বাঁকুড়া:

পারিবারিক অশান্তির জেরে ছেলের হাতে গুরুতর জখম হলেন বৃদ্ধ মা বাবা। ঘটনাটি ঘটেছে শনিবার বাঁকুড়ার ইন্দাস থানার দীঘলগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামনিয়া গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রের খবরে প্রকাশ, জনৈক প্রশান্ত ভৌমিক  (৪০) পারিবারিক অশান্তির কারনে নিজের মায়ের দুটি হাত কেটে দিয়ে ও বাবাকে গুরুতর ভাবে কাটারি দিয়ে আঘাত করেন। আহত মা বীণা ভৌমিক (৬২) বর্তমানে পিজি তে ও বাবা প্রফুল্ল ভৌমিক  (৬৮) বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক গ্রাম বাসীর কথায়।
প্রশান্ত অত্যন্ত ঠাণ্ডা মাথার ছেলে। কেন এমন করলো বুঝতে পারছি না। গতকাল স্থানীয় এক দোকানে নতুন কাটারি তৈরী করায়। তারপর আজ সকাল দশটা নাগাদ বাবা মা কে গুরুত্বর জখমকরে গ্রামবাসীদের পুলিশে খবর দিতে বলে। পরে ঘটনাস্থলে আসে ইন্দাস থানার পুলিশ ও বিষ্ণুপুর এসডিপিও। অভিযুক্ত প্রশান্ত ভৌমিককে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours