ভবানীপ্রসাদ ভট্টাচার্য, ফিচার রাইটার, দুর্গাপুর:
পশ্চিমবঙ্গের পুর্ব বর্ধমান জেলার কাঁকসা ব্লকের গোপালপুর একটি সমৃদ্ধশালী গ্রাম !১৮ পাড়ার গ্রামে পারিবারিক পুজোর সংখ্যা ৫ টি সর্বপ্রাচীন পুজো উগ্রক্ষতিত্রিয় লায়েক বাড়ীর দুর্গাপুজো! ৩ টি পুজো ব্রাক্ষ্মন সম্প্রদায়ের চ্যাটার্জীদের ' বুড়ি দুর্গা ' !জনশ্রুতি এই মন্দিরে কালাপাহাড় আক্রমন করেছিল! ব্যানর্জী পরিবারের দুর্গাপুজোর বৈশিষ্ঠ সপ্তমীতে নবপত্রিকা আনা হয় সাধক কবি নীলকন্ঠের গান গেয়ে!
গ্রামের অপেক্ষাকৃত নবীন পুজেটি হাজরা পরিবারের! এই চারটি পুজোতে দেবীর একচালার মৃন্ময়ী প্রতিমা পুজো করা হয়! গ্রামের আর একটি পুজো হয় উগ্রক্ষত্রিয় পরিবারের! এখানে পুজো হয় শুধু দেবী মুখমন্ডলের! এখানে দেবী ' পাতি মা ' নামে পুজিতা হন! পুজোটি প্রায় তিন'শ বছরের প্রাচীন!
জনশ্রুতি, তিন'শ বছর পূর্বে এই পরিবারের কর্তা স্বপ্নাদেশে দেবীর পুজার নির্দ্দেশ পান! কিন্তু তিনি দেবীর শুধু মুখমন্ডল দেখতে পান! তাই তিনি সাড়ম্বরে শুধু মুখমন্ডলের পুজা শুরু করেন!এখানে কোন ছাগ বলি হয় না চাল কুমড়ো বলি দেওয়া হয়!
অন্য একটি মত, এই উগ্রক্ষত্রিয় পরিবারের তৎকালীন কর্তার দুর্গাপুজার সাধ থাকলেও আর্থিক সামর্থ ছিল না, তাই তিনি দেবী দুর্গার প্রতীকরূপে শুধু মুখমন্ডলের পুজা শুরু করেন এবং দেবী নাম হয় ' পাতি মা '!
পশ্চিমবঙ্গের পুর্ব বর্ধমান জেলার কাঁকসা ব্লকের গোপালপুর একটি সমৃদ্ধশালী গ্রাম !১৮ পাড়ার গ্রামে পারিবারিক পুজোর সংখ্যা ৫ টি সর্বপ্রাচীন পুজো উগ্রক্ষতিত্রিয় লায়েক বাড়ীর দুর্গাপুজো! ৩ টি পুজো ব্রাক্ষ্মন সম্প্রদায়ের চ্যাটার্জীদের ' বুড়ি দুর্গা ' !জনশ্রুতি এই মন্দিরে কালাপাহাড় আক্রমন করেছিল! ব্যানর্জী পরিবারের দুর্গাপুজোর বৈশিষ্ঠ সপ্তমীতে নবপত্রিকা আনা হয় সাধক কবি নীলকন্ঠের গান গেয়ে!
গ্রামের অপেক্ষাকৃত নবীন পুজেটি হাজরা পরিবারের! এই চারটি পুজোতে দেবীর একচালার মৃন্ময়ী প্রতিমা পুজো করা হয়! গ্রামের আর একটি পুজো হয় উগ্রক্ষত্রিয় পরিবারের! এখানে পুজো হয় শুধু দেবী মুখমন্ডলের! এখানে দেবী ' পাতি মা ' নামে পুজিতা হন! পুজোটি প্রায় তিন'শ বছরের প্রাচীন!
জনশ্রুতি, তিন'শ বছর পূর্বে এই পরিবারের কর্তা স্বপ্নাদেশে দেবীর পুজার নির্দ্দেশ পান! কিন্তু তিনি দেবীর শুধু মুখমন্ডল দেখতে পান! তাই তিনি সাড়ম্বরে শুধু মুখমন্ডলের পুজা শুরু করেন!এখানে কোন ছাগ বলি হয় না চাল কুমড়ো বলি দেওয়া হয়!
অন্য একটি মত, এই উগ্রক্ষত্রিয় পরিবারের তৎকালীন কর্তার দুর্গাপুজার সাধ থাকলেও আর্থিক সামর্থ ছিল না, তাই তিনি দেবী দুর্গার প্রতীকরূপে শুধু মুখমন্ডলের পুজা শুরু করেন এবং দেবী নাম হয় ' পাতি মা '!
Post A Comment:
0 comments so far,add yours